সাতসকালে চালসার কাছে খাঁচায় আটক স্ত্রী চিতাবাঘ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩২ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার
বুধবার সাতসকালে চালসা কাছে গৌরিবাস এলাকা থেকে খাচায় আটক হলো এক স্ত্রী চিতাবাঘ। বনকর্মীরা চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষন কেন্দ্রে প্রাথমিক পরিচর্চার পর আবার বনাঞ্চলে ছেরে দেয়। বনবিভাগ থেকে জানা গেছে, চালসা থেকে মেটেলি যাওয়ার রাস্তায় পড়ে পাদ্রীকোঠি। পাদ্রীকোঠি থেকে সোজা পুর্ব দিকে গেলে পড়বে পাহাড়ি টিলার নিচে সুন্দর গ্রাম গৌরিবাস। গৌরিবাস গ্রামের ডারা লাইন বস্তি এলাকায় বনবিভাগের পাতা খাঁচায় এদিন আটক হয় চিতাবাঘটি। সাতসকালে খাঁচায় আটক চিতাবাঘ দেখতে মানুষের ভীড় জমে যায়। খবর পেয়ে বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়াডের কর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে প্রাথমিক পরিচর্চার জন্য লাটাগুড়ি প্রকৃতি বিক্ষন কেন্দ্রে নিয়ে যায়। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েক জানান, ধৃত স্ত্রী চিতাবাঘটি বয়স ৪ থেকে ৫ বছর হবে। প্রাথমিক পরিচর্চার পর ওটিকে বনে ছেরে দেওয়া হয়েছে।