সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাল মহকুমা এলাকায় নতুন সংক্রামিত ৮ জন আরোগ্য হার ভালো

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

বুধবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানাগেছে মাল মহকুমা এলাকায় নতুন করে করোনা সংক্রামণ ঘটেছে ৮ জনের। এরমধ্যে মাল ব্লকে ৪ জন, মাল পৌর এলাকায় ১ জন ও নাগরাকাটা ব্লকে ৩ জন রয়েছে। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানাগেছে, ডুয়ার্সের চাবাগান গুলিতে এখন র‍্যান্ডম টেস্ট শুরু হয়েছে। সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে রাঙ্গামাটি চাবাগানে ৩ জন ও ডামডিম চাবাগানে ১ জন রয়েছে। মাল পৌর এলাকায় এক মাইক্র ফাইনান্স সংস্থা কর্মীর সংক্রামণ ধরা পড়ে। পৌর সভার থেকে জানাগেছে, ওই সংস্থার দপ্তর কন্টেন্টমেন্ট জোন করা হয়েছে।আগামী কাল সংস্থার অন্যান্যদের লালারস সংগ্রহ করা হবে। এনিয়ে মাল পৌর এলাকায় সংক্রামিতে সংখ্যা ১৫৩। সুস্থ হয়েছে ১২৫। 
 অপরদিকে নাগরাকাটা ব্লকে  নতুন করে ৩ জনের সংক্রামণ ধরা পড়েছে এরা সবাই নাগরাকাটা বাজার এলাকার বাসিন্দা। গত ১৫ আগষ্ট এরা শুলকাপাড়া হাসপাতালে লালারস দিয়েছিল। এনিয়ে নাগরাকাটা ব্লকে ১০৭ জনের সংক্রামণ ধরা পড়েছে। বেশিরভাগ সুস্থ হয়েছে। 
এদিকে ডুয়ার্সের বিভিন্ন চাবাগানে র‍্যান্ডম টেস্ট শুরু হয়েছে।