রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

গরাই উন্নয়ন সমাজ CBSEতে দেশের ৪র্থ স্থানাধিকারীকে সম্মাননা দিল

নিজস্ব সংবাদদাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার

 গরাই (তেলি-কলু) উন্নয়ন সমাজের তরফ থেকে CBSE পরীক্ষায় দেশের চতুর্থ স্থান অধিকারীকে সম্মাননা জ্ঞাপন করা হল। কৃতি ছাত্র পশ্চিম বর্ধমানের আসানসোলের তুহিন মন্ডলকে তার বাড়ি গিয়ে সম্মাননা জানান 'গরাই ( তেলি- কলু) উন্নয়ন সমাজের' কর্মী সদস্যরা। 
    'গরাই ( তেলি- কলু) উন্নয়ন সমাজে'র বীরভূম জেলার কো-অর্ডিনেটর সঞ্জয় গরাই জানান CBSE পরীক্ষায় জেলার প্রথম, রাজ্যের দ্বিতীয় এবং দেশের মধ্যে চতুর্থ স্থান অধিকারী তুহিন মন্ডল কে সম্মাননা প্রদান করা হল গরাই উন্নয়ন সমাজের পক্ষ থেকে। 
    ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র তুহিন ৫০০ এর মধ্যে ৪৯৬ নম্বর পেয়ে দেশের মধ্যে ৪র্থ স্থান অধিকার করে। উত্তরীয় পরিয়ে এবং একটি মানপত্র ও ফুলের তোড়া মিষ্টির প্যাকেট দিয়ে সম্মাননা জানানো হয় তুহিন মন্ডলকে। গরাই উন্নয়ন সমাজের পক্ষে উপস্থিত ছিলেন চণ্ডীচরণ গরাই, সঞ্জয় গরাই, রাজীব গরাই, শুভজিৎ গরাই, প্রকাশ গরাই ও উজ্জ্বল গরাই। তুুুুহিনের সংবর্ধনায় খুশি দেশ তথা রাজ্যের গৌরব তুহিন মন্ডলের মা-বাবাও ।