সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাটিজুরিতে কাটাখাল নদীর উপর সেতু মরণফাঁদে পরিণত, বিভিন্ন সংগঠনের

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:২২ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার

মাটিজুরিতে কাটাখাল নদীর উপর সেতু মরণফাঁদে পরিণত, বিভিন্ন সংগঠনের অবস্থান ধর্মঘট পালন

 হাইলাকান্দি জেলার মাটিজুরিতে কাটাখাল নদীর উপর বেহাল আরসিসি সেতু নির্মাণের দাবিতে সারা আসাম ছাত্র সংস্থা (আসু), অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ (এজেওয়াইসিপি) ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন জনশক্তি সেবা সমিতির কর্মকর্তারা অবস্থান ধর্মঘট পালন করেন।

 হাইলাকান্দি ও কাছাড় এই দুই জেলার মধ্যে সংযোগকারি এই মাটিজুরি সেতু। রোজ দিন এই সেতু পার হয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী সহ হাজার হাজার জনগণ যাতায়াত করেন। বর্তমানে সেতুর মধ্যে বড় ধরনের কয়েকটি ফাটল দেখা যাচ্ছে যেকোনো সময় মাটিজুরি সেতু কাটাখাল নদীতে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।

 সংগঠনের কর্মকর্তারা জানান বিগত ২০১৭ সালে তৎকালীন অসম সরকারের পূর্ত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্ধের কাছে এই সেতু নির্মাণের জন্য দাবি জানানোর পর পরিমলবাবু শীঘ্রই সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজ তিন বছর অতিবাহিত হলেও এই সেতু নিয়ে বিভাগীয় মন্ত্রী তথা অসম সরকারের কোন মাথা ব্যথা নেই। জনগণ জিবন ঝুঁকি নিয়ে যাতায়াত করতেছেন।

 যদি হঠাৎ কোন ধরনের অঘটন ঘটে তাহলে দায়ভার কে নিবে ? 

ছাত্র সংগঠনের কর্মকর্তারা বলেন মাটিজুরি সেতু নির্মাণে সরকার সম্পূর্ণ ব‍্যর্থ। স্থানীয় বিধায়ক আনোয়ার হোসেন লস্কর সহ বরাকের দায়িত্বে থাকা মন্ত্রী পরিমলের ব‍্যর্থতায় মাটিজুরি সেতু নির্মাণ হয়নি বলে অভিযোগ উত্থাপন করেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

 এজেওয়াইসিপির নেতা কবির উদ্দিন লস্কর জানান হাইলাকান্দি জেলার বিধায়কদের উদাসীনতায় জেলার উন্নয়ন স্তব্দ, বিধায়ক পদের মান ম‍র্যাদা রক্ষা করতে পারেননি তারা। বিশেষ করে হাইলাকান্দি সমষ্টির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর সমষ্টির সব ধরনের উন্নয়নের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব‍্যর্থ।

 সেতু নির্মাণের দাবিতে সোমবার সকাল দশ ঘটিকা থেকে প্রায় দুই ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করার পর হাইলাকান্দি সদর থানার ওসি প্রণব শইকিয়া বিশাল পুলিশ, সিআরপিএফ বাহিনীকে নিয়ে তাদের আন্দোলন প্রত্যাহার করেন।

 এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন সারা আসাম ছাত্র সংস্থার (আসু) হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরজিৎ শর্মা মজুমদার, উপ-সভাপতি আমির হোসেন বড়ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন লস্কর, মাটিজুরি আঞ্চলিকের সভাপতি সাহেদ আহমেদ, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির সাধারণ সম্পাদক কবির উদ্দিন লস্কর, সদস্য মিছবাহ আহমেদ বড়ভূইয়া ও আনোয়ার হোসেন লস্কর এছাড়া জনশক্তি সেবা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সামিনুল ইসলাম ও মস্তাক আহমেদ সহ অন্যান্যরা।