সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাধীনতা দিবসে করোনা-যোদ্ধাদের সম্মাননা প্রদান সোনাই প্রশাসনের

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০২০ রোববার

সমগ্র দেশের সঙ্গে সোনাইতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস। শনিবার সকালে সোনাইর সর্বত্র পতপতিয়ে উড়ল তিরঙ্গা। এদিন সকাল ন’টায় সোনাই সার্কেল অফিসে মহামারী করোনা যোদ্ধাদের দেওয়া হল সংবর্ধনা।
ডাক্তার, আপদামিত্র ও প্রতিরোধী বন্ধু স্বেচ্ছাসেবীদের সম্মাননা পত্র ও গামছা দিয়ে সংবর্ধনা জানান সার্কেল অফিসার সুদীপ নাথ। এদিন যাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন- সোনাই বিপিএইচসির ইনচার্জ ডাঃ এনজি সুরেন্দ্র সিংহ, বিপিএম কুহিনারা চৌধুরী, ধলাই বিপিএইচসির অন্তর্গত মেডিক্যাল অফিসার ডাঃ স্বপ্না লহার ও ডাঃ পুনাল নাথ, লেব টেকনিশিয়ান বদরুল ইসলাম বড়ভুইয়া, প্রতিরোধী বন্ধু/আপদামিত্র যথাক্রমে হাজবুল আহমেদ চৌধুরী, নাজম উদ্দিন চৌধুরী, অশোক কুমার নাথ, শহীদ আহমেদ চৌধুরী, রশিদ আহমেদ মজুমদার প্রমুখ।
এদিন সার্কেল অফিসার সুদীপ নাথের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় কোভিড-১৯ সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন সোনাই বিপিএইচসির ইনচার্জ ডাঃ এনজি সুরেন্দ্র সিংহ। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশেষ অতিথি সোনাই পুরসভার চেয়ারম্যান আনোয়ার হোসেন লস্কর। এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ স্বপ্না লহার, ডাঃ পুনাল নাথ, কুহিনারা চৌধুরী, সার্কেল অফিসের বড়বাবু আব্দুল কুদ্দুস মজুমদার সহ অন্যান্যরা।