শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

বদরপুর প্রেস অ্যাসোসিয়েশন গঠিত হওয়ার পর প্রথম পূর্ণাঙ্গ সভা

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৯ আগস্ট ২০২০ রোববার

করোনাকালেই অনলাইন কনফারেন্সের মাধ্যমে  বদরপুরে গঠিত হয়েছিলো 'বদরপুর প্রেস অ্যাসোসিয়েশন' নামক এখানকার সাংবাদিকদের এক নয়া সংগঠন। বিশ্বের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে, সংগঠনটি তৈরি হয়েছে অনলাইন কনফারেন্সের মাধ্যমে। এবং নিশ্চিত করে বলা যায় যে, এটাই প্রথম কোনও সাংবাদিকদের সংস্থা । রবিবার বদরপুর প্রেস অ্যাসোসিয়েশন গঠিত হওয়ার পর প্রথম পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হয়েছে । কোভিড ১৯- র বিধিনিষেদ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মখই ভাঙায় সভাপতি মাহতাবুর রহমানের পৌরহিত্যে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় । সভায় প্রত্যেক সদস্য সংগঠনকে শক্তিশালী করা  এবং সাইন বোর্ড সর্বস্ব না রেখে প্রকৃত অর্থে সমাজ বান্ধব করার উপর জোর দেন। সভার শেষে প্রথম সভাকে স্মরণীয় করে রাখতে অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে একটি কমলা লেবুর চারা রোপন করা হয়। এদিন উপস্থিত ছিলেন  দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন সাংবাদিক সেলিম খান, সভাপতি মাহতাবুর রহমান, 
উপ-সভাপতি  মৃত্যুঞ্জয় দাস, সম্পাদক অনিন্দ্য ভট্টাচার্য, সহ সম্পাদক টিঙ্কু সেন,  সাংগঠনিক সম্পাদক রাজ আদিত্য দাস, কোষাধ্যক্ষ হয়েছেন সাব্বির হোসেন মুন্না, সাংস্কৃতিক সম্পাদক সুব্রত দাস, সহ সাংগঠনিক সম্পাদক আবুল সাহিদ  কার্যকরী সদস্য উপস্থিত ছিলেন  আব্দুল আলিম হোসেন, রবীন্দ্র দাস, দিদারুল ইসলাম মুন্না প্রমুখ।