মণিপুর সীমান্তে জঙ্গিদের গুলিতে শহিদ হলেন আসাম রাইফেলসের ৩ জওয়ান
আবুল সাহিদ , শিলচর আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার
মণিপুরে ভারত-মায়ান্মার সীমান্তে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে শহিদ হলেন আসাম রাইফেলসের তিন জওয়ান। প্রাপ্ত খবর অনুযায়ী, মণিপুরের চান্দেল জেলার ভারত-মায়ান্মার সীমান্তে বৃহস্পতিবার সকালে ঘটেছে এই ঘটনাটি। এ দিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের গতিবিধির খবর পেয়ে ৪ নম্বর আসাম রাইফেলস জওয়ানরা এলাকায় তল্লাশি চালায়।
এই তল্লাশিতে যাওয়ার সময়ই সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা উগ্রপন্থীদের দলটি প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায়। এরপরই জঙ্গি দলটি জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আর এতেই ৩ জওয়ান শহিদ হন এবং অন্য ৪ জওয়ান আহত হয়েছেন। আসাম রাইফেলসের ওপর আক্রমণ করা এই দলটি মণিপুর পিপলস লিবারেশন আর্মির বলে জানা গেছে। জখম জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর জঙ্গিদের খোঁজে আসাম রাইফেলস পুরো এলাকায় জোরদার তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে।