মালে লকডাউন চলছে চালসায় উঠে গেল খুলল বাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪৮ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
মালবাজার শহরে লকডাউন বলবৎ থাকলেও সপ্তাহ কালীন লকডাউন উঠে গেল পাশের মেটেলি ব্লকের চালসা ও মঙ্গলবাড়িতে। গত দুই দিনে সংক্রামণ অনেকটাই কমার খবর পাওয়া গেছে। এতেই স্বস্তি ফিরেছে মানুষের মনে। গত সপ্তাহে মালবাজার পৌর এলাকা, ওদলাবাড়ি, চালসা এলাকায় বেশ কিছু সংক্রমণ ধরা পড়ে। এর জেরেই মাল পৌর এলাকা সহ চালসা ও ওদলাবাড়িতে স্থানীয় ভাবে লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনে নতুন করে চালসা ও ওদলাবাড়িতে সংক্রামণ ধরা পড়েনি। একারণে সোমবার থেকেই চালসায় লকডাউন উঠে যায়। খুলে যায় দোকান বাজার। ওদলাবাড়িতে নতুন করে সংক্রামনের খবর না থাকায় সোমবার ও মঙ্গলবার লকডাউন খানিকটা শিথিল করা হয়েছে বলে পঞ্চায়েত সুত্রে জানাগেছে।
মাল পৌর এলাকায় পৌরসভার পক্ষ থেকে ২৬ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল।গত শনিবার এক ধাক্কায় মাল পৌর এলাকায় ২৭ জনের সংক্রামণ ধরা পড়ায় চাঞ্চল্য সৃষ্ঠি হয়। রবিবার জেলা শাসক এক বিঞ্জপ্তিতে মালবাজার ও জলপাইগুড়ি পৌর এলাকায় আগামী ৩০ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করে। সেই লকডাউন মাল পৌর এলাকায় সোমবার দেখা যায়। তবে সোমবার কিছুটা স্বস্তি ফেরে। মাল পৌরসভার স্বাস্থ্য বিভাগের কো অর্ডিনেটর সুপ্রতিম দাস জানান, গতকাল ও আজ মিলিয়ে ১৪২ টি রিপোর্ট এসেছিল। তার মধ্যে কয়েকটি আন্ডার প্রসেস রয়েছে। বাদবাকি সব নেগেটিভ মাত্র দুই পজিটিভ কেসের খবর আছে। তাছাড়া শহরে ৮৭ জন সংক্রামিতের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১৫ জন। আরও কয়েকজন আরোগ্যের পথে।