ওল্ড মালদার স্বেচ্ছাসেবীকে মারুতি ভ্যান শিবশঙ্কর শেঠ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
মালদা-রবিবার ‘টিম তারাশঙ্কর চ্যারিটি’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে একটি মারুতি ভ্যান তুলে দেওয়া হয়। পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী শিবশঙ্কর শেঠ মারুতি ভ্যানটি প্রদান করেন। সাধারণত নাম ঠিকানাহীন ভবঘুরে, ভিক্ষুক, মানসিক দিক থেকে পিছিয়ে পড়া কিছু আর্ত মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার লড়াইতে নিজেদের আত্ম নিয়োগ করে ইতিমধ্যেই নজির গড়েছেন মালদা জেলার হবিবপুর ব্লকের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। তাদের কাজই হচ্ছে রাস্তায় ঘুরে বেড়ানো দীন দুঃখীদের দুঃখের ভাগ নেওয়া, অন্ন বস্ত্রহীন মানুষগুলোর মুখে অন্ন ও বস্ত্রের সংস্থান করা। এই জীব সেবাই শিব সেবার ভাগ নিতে এগিয়ে এলেন ওল্ড মালদার নিবাসী অন্যতম সেবাব্রতী শিব শংকর শেঠ। তার স্বর্গীয় পিতা-মাতার স্মৃতির উদ্দেশ্যে উক্ত সংস্থাটিকে জেলার অন্যতম সেবাব্রতী চক্ষুপরীক্ষক অজিত দাসের পৃষ্ঠপোষকতার আত্মপীড়িতের সেবার উদ্দেশ্যে রবিবার গাড়িটি প্রদান করা করা হয় কলাইবাড়ি প্রাঙ্গণে। এদিন হাজির ছিলেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, সমাজসেবী মিলি দাস, মালদা জাগরণের রাগেশ্রী দাস ও শুভজিত দাস প্রমূখ। অনুষ্ঠান শেষে শিবশংকর শেঠ ও অজিত দাস গাড়ির চাবিটি সংস্থার কর্ণধার তারাশঙ্কর রায় ও সম্পাদক খোকন বাবুর হাতে অর্পণ করেন। করোনার আতঙ্কে সামাজিক দূরত্ব বজায় রেখে এরকম একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।