নাগরাকাটা ব্লকের হিলা চাবাগানে পূর্ণবয়স্ক পুরুষ হাতির মৃত্যু
দেবজ্যোতি মুখারজী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২০ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
রবিবার রাতে নাগরাকাটা ব্লকের হিলা চাবাগানে মারা গেল এক পুর্নবয়স্ক পুরুষ হাতি। মৃত্যুর কারন বনকর্মীদের কাছে পরিস্কার না হলেও স্থানীয়দের অনুমান বজ্রপাতে মারা গেছে ওই হাতিটি।
জানাগেছে, নাগরাকাটা ব্লকের হিলা চাবাগানে মাঝেমধ্যে হাতির উপদ্রব হয়। সোমবার সাত সকালে চাবাগানের আবাদি এলাকায় হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় শ্রমিকরা। খবর পেয়ে বনকর্মীরা হাতিটিকে উদ্ধার করে।
বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েক জানান, হাতিটির মৃত্যুর কারন ঠিক বোঝা যাচ্ছেনা। গতকাল রাতে ওই এলাকায় প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।
চাবাগানের শ্রমিকরা জানায়, রবিবার রাত ৮টা নাগাদ প্রবল বজ্রপাত সহ বৃষ্ঠি হচ্ছিল। সম্ভবত বজ্রপাতে হাতিটি মারা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে বিদ্যুৎয়ের তারে পিষ্ট হয়ে এক পুরুষ হাতির মৃত্যু ঘটেছিল।
পরে বনকর্মীরা হাতিটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বলে জানাগেছে,