সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে তার মাঝে বাজারে ভীড় স্বাস্থ্যবিধি উধাও

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৬ জুলাই ২০২০ রোববার

গত ১০ দিনে মাল মহকুমা এলাকার মাল ও মেটেলি ব্লকে শতাধিক করোন পজিটিভ ধরা পড়ে। শনিবার মালবাজার শহরে ২৪ ঘন্টায় ২৭ জনের সংক্রামণ ধরা পড়ে। ওদলাবাড়ি ও মেটেলিতেও সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ ঠেকাতে স্থানীয় ভাবে পঞ্চায়েত ও পৌরসভা লকডাউন ঘোষণা করে। দোকানপাট, যানবাহন বন্ধ। এরই মাঝে দেখা গেল রবিবার বাজারে মানুষের উপছে পড়া ভীড়। মাল পৌর এলাকায় লকডাউন থাকা সত্বেও রবিবার সকালে দেখা গেল ডেইলি মার্কেটে বেশ কিছু দোকান খুলছে। তাতে মানুষের লাইন। অনেকেই গাড়িতে বোঝাই করে সবজি আনাজপাতি নিয়ে যাচ্ছে। রেল মাঠের পাশে দেখা গেল রীতিমতো বাজার বসে গেছে। মানুষের ভীড়। 
মেটেলিতে ভাটিখানা লাইনে তিনজন পজিটিভ ধরা পড়েছে। পঞ্চায়েত ওই এলাকাকে কন্টেন্টমেন্ট জোন ঘোষণা করেছে। দেখা গেল তার থেকে খানিকটা দুরে যথারীতি সাপ্তাহিক হাট বসেছে। ক্রেতা বিক্রেতার ভীড়। 
ওদলাবাড়িতে গত ১০ দিনে ২৭ জনের সংক্রামণ ধরা পড়ে। সংক্রামণ ঠেকাতে স্থানীয় পঞ্চায়েত ২৯ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। স্বস্তির কথা গত দুই দিন ওদলাবাড়িতে সংক্রমণ ধরা পড়েনি। তবু রবিবার দেখা গেল লকডাউনের মাঝে রাস্তায় পাশে আনাজপাতি বিক্রি হচ্ছে। মানুষ কিনছে। 
একদিকে লকডাউন অন্যদিকে বাজারে ভীড় এই সচেতনতার অভাব দেখে অনেকেই জানান এখন আর সচেতনতা নয়, প্রয়োজন শাসন।শাসনে কঠোরতা থাকলে সচেতনতা আসবে। সংক্রামন কমবে।