বিশ্বকাপের প্রথম লক্ষ্য হওয়া উচিত সেমিফাইনাল: সাকিব
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৪:১২ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপে দলের কি লক্ষ্য হওয়া উচিত সেই প্রসঙ্গে বলেছেন, লক্ষমাত্রা তো আমাদের সবারই বিশ্বকাপ জেতা। কিন্তু আমার কাছে মনে হয় প্রথম লক্ষ্য হওয়া উচিত সেমিফাইনালে যাওয়া।
বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে সাকিব বলেন, সেমিফাইনাল পর্যন্ত যাওয়াটাই মনে হয় আমার কাছে কঠিন। তারপরে আরও দুইটা ম্যাচ জিতলেই কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন। কিন্তু সেমিফাইনালে যেতে হলে নয়টা ম্যাচের মধ্যে পাঁচ থেকে ছয়টা ম্যাচ ভালোভাবে জিততে হবে। জার জন্য পুরা মাস আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে যা মোটেও সহজ না।
আঙ্গুলের ইনজুরি নিয়ে ব্যাটিং করতে কষ্ট হওয়ার পরে একটু বিশ্রাম নেই মনে হয়েছিল কিনা- এমন প্রশ্নের জবাবে মি.অলরাউন্ডার বলেন, ওই সময়ে বিশ্রামের সুযোগ ছিল না। যেহেতু পেইন কিলার নিয়ে খেলা যাচ্ছিল, সেহেতু আমার কাছে তখন মনে হয়েছে খেলা চালিয়ে যাওয়া ভালো হবে।
তিনি যোগ করেন, একদিক থেকে ভালোই হয়েছে এখন সার্জারি না করে খেলা যাবে। যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইতিবাচক দিক সব ঘটনার ভেতরে।
বিদেশের কন্ডিশনে বিশ্বকাপ এটা কতটা আপনার জন্য ইতিবাচক হবে- এই প্রশ্নের উত্তরে সাকিব বলেন, বাইরের দেশগুলোতে খেলতে গেলে আলাদা রকমের অভিজ্ঞতা হয়। এটা নির্ভর করে কন্ডিশন কেমন, কোন দলের সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি সেগুলোর ওপর।
নিউজিল্যান্ড সফরে নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে জানতে চাইলে তিনি বলেন, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত আমরা কোনো ম্যাচই জিতিনি। ভালো কোনো ফলাফল আমরা পাইনি। চেষ্টা থাকবে ওই রেকর্ড যেন আমরা ভাঙতে পারি।
বাংলাদেশ বাইরে গিয়ে কবে থেকে নিয়মিত টেস্ট জিতবে এমন প্রশ্ন করলে হাঁসি দিয়ে সাকিব বলেন, এখন পর্যন্ত ইন্ডিয়াই বাইরে গিয়ে ঠিকমতো টেস্ট জিততে পারে না। যদিও এবার তাদের ভালো সুযোগ আছে অস্ট্রেলিয়াতে। দেশের বাইরে গিয়ে জে খুব বেশি দেশ ভালো খেলে তা কিন্তু নয়। সব দেশই সব দেশে গিয়ে স্ট্রাগল করে।
আরএস