শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিসিমপুরের নতুন সিজনে সোহা

বিনোদন প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

সিসিমপুরের নতুন সিজনে অভিনয় করেছে সাংবাদিক সুহৃদ জাহাঙ্গীর কন্যা সারিয়া নুজহাত সোহা। গত সেপ্টেম্বরে এফডিসির বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয় সিসিমপুরের ১১তম ও ১২তম সিজনের। এসব নতুন সিজনেই সোহা অভিনয় করেছে। 

৭ বছর বয়সী সোহা নবাগতা হিসেবে বেশ ভালোভাবেই তার চরিত্রটি রূপায়ণ করে। তাকে শুটিং স্পটেই বাহবা দেয়া হয় নির্মাতা পক্ষ থেকে। এমন একটি ধারাবাহিকে অভিনয় করতে পেরে সোহাও বেজায় খুশি। আরো খুশি লাগছে তাকে টিভি পর্দায় দেখা যাবে ভেবে।  তাই এখন প্রতিদিনই তার জিজ্ঞাসা তাকে কবে দেখানো হবে। তার যেন আর তর সইছে না। এরমধ্যে ক্লাসের সব বন্ধুদের বলে দিয়েছে তার অভিনয়ের কথা।  তারাও প্রতিদিন তাকে জিজ্ঞেস করে কবে তাকে দেখা যাবে টিভির পর্দায়। এরমধ্যে সোহা তার আত্মীয়-স্বজনদেরও জানিয়েছে তার অভিনয়ের কথা। সবাই তার অভিনয় দেখার অপেক্ষা করছে।

সারিয়া নুজহাত সোহার বাবা সুহৃদ জাহাঙ্গীর একটি দৈনিক পত্রিকায় বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন। তার মা রোকেয়া বেগম শুধুই গৃহিনী।  সোহা এবার মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। বড় হয়ে তার ইচ্ছা ডাক্তার হয়ে মানুষের সেবা করার।  পড়ালেখার পাশাপাশি তার অভিনয় করা ও ছবি আঁকার শখ।

প্রসঙ্গত, চলতি মাসেই সিসিমপুরের নতুন সিজনের পর্বগুলোর প্রচার শুরু হবে। সিসিমপুর বিটিভিতে শুক্র, শনি, মঙ্গল ও বৃহস্পতিবার এবং আরটিভিতে শুক্র, সোম ও বুধবার প্রচার হয়। সিসিমপুর বিশ্ব বিখ্যাত টেলিভিশন অনুষ্ঠান সিসেমি স্ট্রিটের বাংলাদেশি সংস্করণ যা শিশুদের জ্ঞান, সামাজিক ও মানসিক বিকাশের জন্য কাজ করছে। ২০০৫ সালে ইউএসএআইডির সহায়তায় বাংলাদেশে সিসিমপুরের যাত্রা শুরু হয়।

সিসেমি ওয়ার্কশপ এবং এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনের সহায়তায় তৈরি হচ্ছে অনুষ্ঠানটি।

এসজে/এফসি