এখন লকডাউন নয় আসামের কাছাড় জেলার, সভায় সিদ্ধান্ত
আবুল সাহিদ , শিলচর আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৬ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার
এখনই কাছাড় জেলায় পূর্ণ লকডাউন হচ্ছে না৷ জেলা প্রশাসন আহূত সভায় এই সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে৷ জেলাশাসক কীর্তি জল্লি এতে পৌরোহিত্য করেন৷ সাংসদ ডা. রাজদীপ রায়, এসপি বিএল মিনা এবং শহরের বরিষ্ঠ ব্যক্তিবর্গ তাতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন৷ একটাই আলোচ্য বিষয়: কাছাড়ে কি এখনই লকডাউন জারি করা উচিত?
জেলাশাসক জল্লি শুরুতেই বলেন, কিছুদিন ধরে কোভিড আক্রান্তদের সংখ্যা বেড়ে চলেছে৷ এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় অনেকে লকডাউন জারির দাবি করছেন৷ তবে লকডাউনে যে নিম্নবিত্তদের বড় কষ্ট হয়, এ কথাও সভায় জানান তিনি৷ এরপরই বিভিন্ন বক্তা নিজেদের অভিমত প্রকাশ করেন৷ শেষে চূড়ান্ত হয়, এখনই লকডাউন জারি করা হবে না৷ পরবর্তী সময়ে অবস্থা আরও খারাপ হলে ফের বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া যাবে৷ উপস্থিত সবাই মাস্ক, দূরত্ব ইত্যাদি বিষয়ে কোভিড বিধি কড়াভাবে কার্যকর করার পরামর্শ দেন৷