বামনডাঙ্গায় মারা গেল পূর্ণবয়স্ক পুরুষ হাতি অনুমান বিদ্যুৎপিষ্ট
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার
বামনডাঙ্গায় মারা গেল পূর্ণবয়স্ক পুরুষ হাতি অনুমান বিদ্যুৎপিষ্ট
মঙ্গলবার শেষ রাতে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের গুদামলাইন শ্রমিক বস্তি এলাকায় মারা গেল এক পূর্ণবয়স্ক পুরুষ হাতি। বনকর্মীদের প্রাথমিক অনুমান বিদ্যুৎ পিষ্ট হয়েই মারা গেছে ওই হাতিটি।
জানাগেছে, নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে বুনো হাতির উপদ্রব লেগেই আছে। বনাঞ্চল ঘেরা এই চাবাগানে হাতির আনাগোনা প্রায় নিয়মিত।
মঙ্গলবার রাতে একই ভাবে চাবাগানে চলে আসে হাতি।চাবাগানে এদিক ওদিক দাপিয়ে মৃত হাতিটি চলে আসে গুদাম লাইন সংলগ্ন এলাকায়। ওই এলাকায় রয়েছে ব্লেড তারের বেরা ও মাথার উপর দিয়ে বয়ে গেছে বিদ্যুৎ বাহী তার। অনুমান মৃত হাতির শুড়ে বিদ্যুৎ তারের স্পর্শ ঘটে। তাতেই বিদ্যুৎপিষ্ট হয়ে মারা যায়।
খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে ছুটে যায় বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরা। তারা মৃত হাতিটিকে উদ্ধার করতে তৎপর হয়।
খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার কুমার লায়েক জানান, প্রাথমিক অনুমান বিদ্যুৎ পিষ্ট হয়েই হাতিটি মারা গেছে। কারন বিদ্যুৎয়ের ছেড়া তার হাতিটি উপর পড়ে ছিল। পাশেই ছিল ব্লেড তারের বেরা। তবে ময়নাতদন্তের পর সব জানা যাবে।
পরে ক্রেন দিয়ে হাতিটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।