সংক্রমণ বৃদ্ধির সাথে চলছে স্যানেটাইজেশন মাল এলাকায়
দেবজ্যোতি মুখারজী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২২ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার
সংক্রমণ বৃদ্ধির সাথে চলছে স্যানেটাইজেশন মাল এলাকায়
দিনের পর দিন মালবাজার শহর সহ আশেপাশের এলাকায় বাড়ছে সংক্রামণ। আর সেই সংক্রমণ ঠেকাতে সমান তালে চলছে স্যানেটাইজড করার কাজ। মঙ্গলবার ও বুধবার পর পর এমন দৃশ্য দেখা গেল মালবাজার শহর সহ আশেপাশের এলাকায়। সোমবার সকালে জানা যায় মালবাজার শহরে নতুন করে ১৮ জনের সংক্রামণ ঘটে।বিকালেই জানা যায় ওদলাবাড়ি ও আশেপাশের এলাকায় নতুন করে ১২ জন সংক্রামিত হয়েছে। মঙ্গলবার রাতে আবার দেখা মালবাজার শহরে নতুন করে ৪ জন সংক্রামিত হয়েছে। সংক্রামণ বাড়ায় শহর জুরে উদ্বেগের সৃষ্ঠি হয়। পরিস্থিতি মোকাবিলায় মাল পৌরসভা দ্রুত নেমে পড়ে। পৌরসভার প্রশাসক স্বপন সাহা নিজেই সংক্রামিত এলাকায় যান। মানুষকে আশ্বস্ত করেন। নতুনভাবে সংক্রামিত শহরের ৪ নম্বর ওয়ার্ডে দেখা গেল পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্যা দীপা সরকার নিজে দাড়িয়ে থেকে স্যানেটাইজড করার কাজের তদারকি করছেন। এছাড়াও শহরের ৩, ১১, ১২, ১৩, ৯ নম্বর ওয়ার্ডে স্যানেটাইজড করতে দেখা যায়।
ওদলাবাড়িতে সংক্রামণ বাড়ার সাথে সাথেই বিভিন্ন এলাকা পঞ্চায়েতের পক্ষ থেকে স্যানেটাইজড করা হয়।
সংক্রমণ বাড়ায় চাবাগান গুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে। বিভিন্ন চাবাগানের প্রবেশ পথে ব্যারিকেড করে চৌকিদার রাখা হয়েছে। তারা মানুষের আগমন ও নির্গমন লিপিবদ্ধ করছে। মিনগ্লাস, ওয়াশাবাড়ি চাবাগানে দেখা গেল সংক্রামিত এলাকায় স্যানেটাইজড করতে।
ডামডিম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংক্রমিত এলাকায় স্যানেটাইজড করা হয়।
করোনা আতংকের জেরে মালবাজার শহর, চালসা, ডামডিম, ওদলাবাড়ি সর্বত্র টোটাল লকডাউন করা হয়েছে। রাস্তাঘাট, হাটবাজার সব প্রায় জনশূন্য।