বিধায়ক নিজাম ট্রাক চালক - প্রতিক্রিয়া হাইলাকান্দিতে
রাহাতুল আক্তার বড়ভুইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৯ জুলাই ২০২০ রোববার
বিধায়ক নিজাম ট্রাক চালক - প্রতিক্রিয়া হাইলাকান্দিতে
হাইলাকান্দি জেলা ট্রাক মালিক সংস্থা এবং শালচাপরা ট্রাক মালিক কো অর্ডিনেশন কমিটির মধ্যে পণ্যবাহী ট্রাকের লোডিং নিয়ে বিতর্ক তুঙ্গে। বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীকে ট্রাক চালক বলে অপমানজনক মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে উঠল হাইলাকান্দি জেলা ট্রাক মালিক সংস্থা।
শুক্রবার পাচগ্রামে জেলা ট্রাক মালিক সংস্থার স্থায়ী কার্যালয়ে ডাকা এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সহ সভাপতি জামাল উদ্দিন চৌধুরী , খাইরুল আলম সাদিক মজুমদার, লুতফুর রহমান বড়ভুইযা সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা শালচাপড়া ট্রাক কো অর্ডিনেশন কমিটির কর্মকর্তাদের লাগামহীন মন্তব্যের তিব্র নিন্দা জানান।
তারা বলেন পাচগ্রাম সহ হাইলাকান্দি জেলার পণ্যবাহী লরি চালকদের বঞ্চিত করে বহি রাজ্যের লরি গুলিকে সুযোগ দেওয়া হচ্ছে শালচাপরা রেল ইয়ার্ড এ। এটা কোন অবস্থায় মেনেন নেওয়া হবেনা।
বরাকের বেকার ট্রাক চালকদের স্বার্থে কথা বলেছেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। বিধায়ক নিজামকে ট্রাক চালক বলে আলগাপুরের মানুষকে অপমান করা হচ্ছে এটা বরদাস্ত করা হবেনা।
বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে হাইলাকান্দি জেলা ট্রাক মালিক সংস্থা আন্দোলনে যাবে বলে সাফ জানিয়ে দেন হাইলাকান্দি জেলা ট্রাক মালিক সংস্থার কর্মীরা