মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রূপগঞ্জে আ.লীগ কার্যালয়ে হামলা,আটক ২

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৩:২২ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনায় ছালাম ও সানী নামে যুবলীগের দুই কর্মীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সেলিম ও ফালান নামে দুজনকে আটক করেছে পুলিশ।সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। 

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া জানান,বিকেলে তিনি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই নেতাকর্মীদের নিয়ে উপজেলার গোলাকান্দাইল এলাকায় গণসংযোগ করছিলেন।এসময় তিনি অফিসে আছেন ভেবে তার কার্যালয়ে হামলা চালায় মুড়াপাড়া এলাকার  সুমন, কপালকাটা নূর ইসলাম, আলমগীর, ফালানসহ ৭-৮ জন সন্ত্রাসী। 

মুড়াপাড়া ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ছালাম ও ভুলতা ইউনিয়ন যুবলীগ নেতা সানীকে পিটিয়ে আহত করা হয়। এ সময় দুই রাউন্ড ফাকা গুলি ছোড়ে তারা।এরমধ্যে সুমন কয়েকটি মামলার আসামি। সে মৃত তারা মিয়ার ছেলে।

শাহজাহান ভুইয়া বলেন,আগামীকাল বুধবার উপজেলার স্টেডিয়ামে দলের নির্বাচনী জনসভা।সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে জনসভা ভণ্ডল করতেই আলমাস চেয়ারম্যানের (মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) লোকজন এ হামলা চালিয়েছে। 

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুইটি ছোরা ও পাঁচটি ককটেলসহ আনোয়ার আলীর ছেলে সেলিম (৩২) ও আলমাসের ছেলে ফালানকে (২৫) আটক করে পুলিশ। বাকিদের ধরার চেষ্টা চলছে।

এসসি/জেডএস/এমটিআই