সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফরাক্কা ব্লকের অন্তর্গত নতুন ঘোড়াইপাড়া গ্ৰামে অসহায় নিম্নবিত্ত পর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

ফরাক্কা ব্লকের অন্তর্গত নতুন ঘোড়াইপাড়া গ্ৰামে অসহায় নিম্নবিত্ত পরিবারের বিধবা খাতুন বেওয়া ।
কে দেখবে এই ঘর । কে দেখবে এই সংসার । ভোট আসে প্রতিশ্রুতি দেয় আবার চলে যায় । জনপ্রতিনিধি বলতে কেউ নেই আজ তার পাশে দীর্ঘ ৫০বছর হয়ে গেল স্বামীকে মরা । একার অভাগা সংসার এ থাকতে হয় । কখন ও কখনও  ঘরে ও থাকতে পাই না , বর্ষাকালে অপরের ঘরে মাঝে মধ্যে থাকতে হয় ,বৃষ্টি এলে ফুটা ঘরে জল পরে । আম্ফান ঝড়ে ঘর পরার টাকা কে পেয়েছে, কে পেয়েছে ঘরের টাকা ,গ্ৰামের যাদের দরকার ঘরের তাদের ঘর নেই । এই নিয়ে কি বললেন খাতুন বেওয়া ও প্রতিবেশী শুনে নেওয়া যাক ।