সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাইমাদ্রাসা পরীক্ষায় ৭৭১ পেয়ে রাজ্যে প্রথম মুর্শিদাবাদের মেয়ে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

হাইমাদ্রাসা পরীক্ষায় ৭৭১ নাম্বার পেয়ে রাজ্যে প্রথম মুর্শিদাবাদের রাজমিস্ত্রীর মেয়ে নাফিসা খাতুন

হাইমাদ্রাসা বোর্ডে রাজ্যে প্রথম স্থান অধিকার করলো মুর্শিদাবাদের রাজমিস্ত্রির মেয়ে নাফিসা খাতুন। তার প্রাপ্ত নম্বর ৭৭১। সে মুর্শিদাবাদের জঙ্গিপুর মুনিরিয়া হাইমাদ্রাসার ছাত্রী। নাফিসার রেজাল্টে উচ্ছ্বসিত পরিবার।

জানা গিয়েছে, জঙ্গিপুরের ছোট কালিয়া এলাকার বাসিন্দা বাবা তোয়াব শেখ পেশায় রাজমিস্ত্রি ও মা জোসেনুর বিবি পেশায় বিড়ি শ্রমিক। সেই দরীদ্র পরিবারের মেয়ে নাফিসা খাতুন। এক ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় সে। স্থানীয় জঙ্গিপুর মুনিরিয়া হাইমাদ্রাসার থেকে এবছর হাই মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দেয় সে। আজ রেজাল্ট প্রকাশ হতেই দেখা যায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নাফিসা। 

নাফিসা জানায় আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাইছি। খুব কষ্ট করে পড়াশুনা করে আজ এই সাফল্য এসেছে, এতে আমি খুব খুশি। মেয়ের রেজাল্ট দেখে খুশিতে চোখে জল বাবা মায়ের।