রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাধ্যমিকে রাজ্যের অষ্টম স্থান দখল করল কালিয়াচাকের মেয়ে

আব্দুল্লাহ আল রিয়াজ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার

মাধ্যমিকে রাজ্যের সেরা দশের মধ্যে অষ্টম স্থান দখল করল কালিয়াচাকের নাজনিন আজাদ

মালদা জেলার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গার মেয়ে নাজনিন আজাদ কালিয়াচকের মুখ উজ্জ্বল করলো মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করে তার প্রাপ্ত নম্বর 685। তার পুরনো বাড়ি উত্তর লক্ষীপুরে। বর্তমানে কালিয়াচকের  বালিয়াডাঙ্গা নিবাসী। তার বাবা এবং মা পেশায় শিক্ষক। তার সাফল্যে গর্বিত তার মা-বাবা, আত্মীয় - স্বজন ও শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে গোটা কালিয়াচক বাসি।
 মাধ্যমিকের ফল ঘোষনা পরেই জানতে পারে তাদের মেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে, মেয়ের সাফল্যের কথা শুনেই মা-বাবা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। নাজনিন আজাদের বাবা আবুল কালাম আজাদ বর্তমানে গোলাপগঞ্জ হাই স্কুলের শিক্ষক। মা নাসিমা ইয়াসমিন আব্বাস গঞ্জ জুনিয়র গার্লস  স্কুলের প্রধান শিক্ষিকা। নাজনিন আজাদ টার্গেট পয়েন্ট আর স্কুলের ছাত্রী। পরীক্ষা দিয়েছিল বামন গ্রাম এইচ এম এ এম হাই স্কুল থেকে। তার প্রাপ্ত নম্বর ৬৮৫ পেয়ে মাধ্যমিকে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছে এই খবর টি ছড়াতেই আনন্দে ভরে উঠেছে গোটা কালিয়াচক তথা মালদা বাসির মধ্যে। খুশিতে মেতে ওঠেন স্থানিয় বাসিন্দা থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আজ স্কুল থেকে তাকে সম্মানিত করা হয়।