হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ যদুপুর পঞ্চায়েতের বিরুদ্ধে
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
ধান কেনার হাজার হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো মালদা যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে।প্রধানের বিরুদ্ধে বড় ধরনের দূর্নীতির অভিযোগ তুললেন প্রাক্তন মন্ত্রী কৃষেন্দু চৌধুরী। এই বড় দূর্নীতিতে তৃনমূলের প্রধান, ব্যাঙ্ক, ধান কল মালিক, এবং সরকারি আধিকারিক যুক্ত বলে দাবি করেছেন কৃষেন্দু বাবু। তিনি বলেন, ধান ব্যবসার সাথে যুক্ত নয় এমন ব্যাক্তিদের নামে একাউন্টেন্ট খুলে টাকা আত্নসাৎ করা হয়েছে বলে অভিযোগ। সোমবার মালদা শহরের কালিতলা এলাকায় নিজস্ব কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রধানের বিরুদ্ধে একরাশ খুব উপরে দেন কৃষ্ণেন্দু বাবু। তিনি ঘটনার তদন্তের দাবি তুলেছেন।