হরিশ্চন্দ্রপুর
অনেক পরিযায়ী শ্রমিক পায়নি এককালীন রেশন, ক্ষোভ
সরিফুল ইসলাম, হরিশ্চন্দ্রপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
তিন মাস অতিক্রান্ত। কোনো কাজ নেই। অর্থাৎ মার্চ মাসের শেষ দিক থেকে কাজ হারিয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। তাই পরিযায়ী শ্রমিকদের পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এরই মাঝে বহু শ্রমিকের আত্মহত্যার কথাও শোনা গেছে। কিন্তু তার মাঝে সরকার ঘোষণা করেছিল পরিযায়ী শ্রমিকদের পর্যাপ্ত এককালীন রেশন দেওয়ার কথা। এর মধ্যে অনেক শ্রমিক পেয়েও গেছে। পেয়েছে দুই মাসের সাহায্য। প্রথম মাসে ত্রিশ কেজি চাল ও দুই কেজি ডাল। পরের মাসে চল্লিশ কেজি করে চাল। কিন্তু একই সাথে বহু শ্রমিক ভিন রাজ্য থেকে কাজে হারিয়ে বাড়ি ফিরে সরকারী কোনো সাহায্য পায়নি বলে অভিযোগ। অভিযোগ করেছেন ক্ষোদ হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ২ অঞ্চলের বাসিন্দারা। দুলাল হোসেন, মেহা: আজিজ, খোসবর রহমান, মজিদ প্রমুখরা জানান,আমরা তিন মাস থেকে কাজ হারিয়েছি। লোকালে কোনো কাজের খোঁজ নেই। প্রচুর দুশ্চিন্তা ও আশংকায় রয়েছি। কী করে পরিবার চালাবো! তারপরে সরকার থেকে যে রেশন দেওয়ার কথা সেটাও মেলে না। অথচ ভিন রাজ্য থেকে অনেক শ্রমিকই দুমাসের চাল ডাল পেয়ে গেছে। উল্লেখ্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আজিজুর রহমান বলেন, যে সব শ্রমিক মশালদাবাজার গ্রামীণ হাসপাতালে নাম নতিভূক্ত করেছিল তারা অনেকে পেয়ে গেছে। যদি কেউ না পেয়ে থাকে সেটা দেখার আশ্বাস দিয়েছেন তিনি । হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিও প্রিতম সাহা বলেন, স্নেহের পরশ প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের এককালীন চাল ডাল সাহায্য করা হয়েছে যারা অন লাইন অ্যাপস এর মাধ্যমে আবেদন করেছিল। তবে কেউ যদি এখনো ছুটে থাকে তবে তাদের নির্দিষ্ট কাগজ পত্র নিয়ে যোগাযোগ করতে পারে। ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান তিনি।