স্যানিটাইজার ছাড়াই রাজনগরের বহু বিদ্যালয়ে চাল-ডাল বিতরণ
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৪ এএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
বীরভূমের রাজনগর ব্লক এর বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় গুলোতে চতুর্থ পর্যায়ের মিড ডে মিলের চাল বিতরণ শুরু হয়েছে। করোনার জেরে মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ থাকলেও রাজনগরের বহু বিদ্যালয়েই স্যানিটাইজার দেওয়া হলোনা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান তাদের কাছে স্যানিটাইজার এখনো এসে পৌঁছায়নি তাই দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে বিদ্যালয়ে যদি স্যানিটাইজার এসে পৌঁছায় কর্তৃপক্ষের তরফ থেকে তাহলে তা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অপরদিকে আড়ালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের উদ্যোগেই স্যানিটাইজার ব্যবহার করলেন। করোনার জেরে সতর্কতামূলক অবলম্বন হিসেবে স্যানিটাইজার ব্যবহারের কথা বলা থাকলেও সেই স্যানিটাইজার বিদ্যালয়ে এসে পৌঁছায়নি। কবে পৗেঁছাবে তারও সদুত্তর পাওয়া যায়নি কতৃপক্ষের কাছ থেকে ।