শহীদ রাজেশ ওরাং স্মরণসভা বীরভূমের খয়রাশোল তৃণমূলকংগ্রেসের উদ্যোগে
সেখ রিয়াজউদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:১২ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
সেখ রিয়াজউদ্দিন,বীরভূম; সম্প্রতি চীন ভারত লাদাখ সীমান্তে বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের বেলগড়িয়া গ্রামের সেনা জওয়ান রাজেশ ওরাং চীনা সংঘর্ষে প্রাণ হারান।বীরভূম জেলার বীর তথা ভূমিপুত্র রাজেশ ওরাং কে স্মরণ করা হয় আজ খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় সেচ দপ্তরের মাঠে এক মনোজ্ঞ আলোচনার মাধ্যমে। শহীদের আবক্ষ মূর্তি তে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় । মঙ্চে উপস্থিত শহীদের ভাই অভিজিত ওরাং এবং বোন শকুন্তলা ওরাং এর হাতে স্মারক পত্র ও অর্থ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের অবজারভার বিকাশ রায় চৌধুরী, সহ অবজারভার অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার প্রাপ্তন পুরপিতা পীযুষ পান্ডে,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন জেলা তৃণমূল কংগ্রেস তপশীলি উপজাতির সেলের সভাপতি সুনীল টুডু প্রমুখ।সকল বক্তার বক্তব্যে রাজেশ ওরাং এর কর্তব্যরত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। খয়রাশোলের বুকে শহীদ রাজেশ ওরাং স্মরণ সভা যার মস্তিষ্কপ্রসূত তিনি স্থানীয় শিক্ষক,রাজ্যের বুকে প্রথম প্লাস্টিকমুক্ত গ্রাম গড়ার কারিগর আব্ূুর রহমান, তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব তার ভূয়সী প্রশংসা করেন সাংগঠনিকগত ভাবে এরকম একটা অনুষ্টান সংগঠিত করার জন্য।উল্লেখ্য খয়রাশোলে শহীদ রাজেশ ওরাং স্মরণে খয়রাশোল পঙ্চায়েত সমিতির সহায়তায় একটি আবক্ষ মূর্তি বসানো হবে পূজার আগেই, বলে ঘোষনা করেন বিকাশ রায় চৌধুরী। আজকের ঘটনা সম্পর্কে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের অবজারভার বিকাশ রায় চৌধুরী শহীদের ভাই বোন কে সামনে রেখে এক সাক্ষাৎকারে জানান জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের নির্দেশ মোতাবেক পার্টি সর্বত্র তাদের পাসে আছে থাকবে এবং সমস্ত রকম সহযোগিতা করবে।