করিমগঞ্জ জেলার ফকিরবাজারে ম্যাজিক-লরির মুখোমুখি সংঘর্ষ
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:২৯ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার
ফকিরবাজার থেকে প্রায় ২০০ মিটার দূরে এফএন রােডে দুটি ট্রাকের মুখােমুখি সংঘর্ষে একটি ম্যাজিক ট্রাক চলে গেল লঙ্গাই নদীতে এবং অপর ৪০৭ ট্রাক তার বিপরীত দিকে গিয়ে একটি বিদ্যুৎ - এর খুঁটি ভেঙে ফেলে । চালকদের কোনও আঘাত লাগেনি । কিন্তু উভয় ট্রাকের ক্ষতির পরিমাণ প্রচুর । এদিকে বিদ্যুৎ খুঁটি ভেঙে যাওয়াতে স্থানীয় জনগণ বিদ্যুৎ পরিষেবা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন । প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী , এএস -১০ এসি -৫৩৬১ নম্বরের ম্যাজিক ট্রাক ফকিরবাজার থেকে আসছিল নিয়ন্ত্রণের মধ্যেই , কিন্তু ফকিরবাজারমুখী একটা ৪০৭ ট্রাক ( নম্বরবিহীন ) বালি বােঝাই নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল । এমতাবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিক ট্রাকের মুখােমুখি হওয়াতেই সংঘর্ষ ঘটে । বরাত জোরে বেঁচে যান চালকরা , নয়তাে লঙ্গাই নদীর জল প্রায় বিপদসীমার কাছাকাছি এমতাবস্থায় চালকরা দুর্ঘটনার শিকার হননি । অবশেষে গাড়িগুলাে উদ্ধার করতে আসেন করিমগঞ্জের ট্রাফিক পুলিশ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা । কিন্তু পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ম্যাজিক ট্রাকের মালিক । ঘটনাটি সংঘটিত হয়েছে সােমবার সকাল প্রায় ৯.৩০ মিনিটে । ট্রাফিক পুলিশের তৎপরতায় গাড়িগুলাে উদ্ধার করা হয় কিন্তু নম্বরবিহীন ৪০৭ ট্রাকটি পুলিশের নাকের ডগা দিয়ে কোথায় উধাও হয়ে যায় , প্রায় দুই ঘন্টা পরে ম্যাজিক ট্রাকটি পুলিশ নিয়ে যায় ।