আসামের ২২ জেলায় বন্যাক্রান্ত ১৬ লক্ষ মানুষ
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:২১ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
আসামে এ পর্যন্ত ভয়াবহ বন্যায় ২২টি জেলার ১৬ লক্ষ লোক আক্রান্ত হয়েছেন। রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। রাজ্যে এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪। এসডিএমএ-র দেওয়া তথ্য অনুসারে আসামের ২২ জেলায় বন্যায় প্লাবিত হয়েছেন ১৬,০৩,২৫৫ জন। মোট ১৬২টি আশ্রয় শিবিরে রয়েছেন ১২,৫৯৭ জন।
বিভিন্ন স্থানে বন্যাক্রান্তরা রাজ্য সরকারের সাহায্য চেয়েছেন। কিছু কিছু এলাকায় জনগণ অভিযোগ করে বলেছেন, সরকারের পক্ষ থেকে কেউ তাদের অবস্থার খোজ নিতে যায়নি। বর্তমানে তাদের অবস্থা সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, একটানা বৃষ্টিতে আসামের ব্রহ্মপুত্র ও তার। শাখা নদীগুলোতে ব্যাপক জলস্ফীতি দেখা দেওয়ায় বন্যা দেখা দিয়েছে গোটা রাজ্যে। শনিবার সকাল থেকে ফের একটানা বৃষ্টি শুরু হওয়ায় বন্যার আতঙ্ক দেখা দিয়েছে বরাক উপত্যকায়ও। ইতিমধ্যেই বরাক ও উপ নদীগুলোতে জল বেড়েছে। ফলে নিচু এলাকার মানুষের মধ্যে এই বৃষ্টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।