শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালে শিক্ষকদের স্মারক লিপি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

মিড ডে মিল সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে নিখিল বঙ প্রাথমিক শিক্ষক সমিতির মাল সার্কেলের পক্ষ থেকে বৃ্হস্পতিবার মাল বিডিও ও অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সম্প্রতি এক সরকারী আদেশ বলে এবার মিডডে মিলে সমিতির দাবী মেনে , ছাত্র ছাত্রীদের চাল ও আলুর সাথে ডাল ও স্যানিটাইজার  দেওয়ার দাবী সরকার মেনে নিয়েছে।,সানিটাইজার সরকার যোগান দেবে।কিন্তু মুসুরির ডাল স্কুলকে কিনতে বলা হয়েছে। ডালের দাম বেশী  দেওয়া হয়েছে ৯০ টাকা,কিলো।অথচ বাজারে মুসুরি ডাল ১০০ টাকা,কেজি।সমিতির দাবী শুধু চাল স্যানিটাইজার নয়, মিড,ডে,মিলের সব সামগ্রী সরকার থেকে  সরবারহ করা,হোক।সমিতির আর ও দাবী অদূর ভবিষ্যতে,মিড,ডে মিলের দায়িত্ব,থেকে শিক্ষকদের অব্যাহতি দেওয়া হোক।সমিতির এই দাবীর বিষয়ে বি ডি ও উচ্চতর কতৃপক্ষের নজরে আনবেল বলে জানান সমিতির নেতৃবৃন্দ।উপস্থিত ছিলেন সমিতির নেতৃত্ব কামিনী রায়,তাপস ব্যানারজি,মলয় ব্যানার্জি প্রমুখ।