শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগামী রবিবার ত্রিপুরায় সম্পূর্ণ লকডাওন

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৫১ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

আগামী রবিবার অর্থাৎ ৫ জুলাই ত্রিপুরায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুরো দিনব্যাপী এই লকডাউনের কথা ঘোষণা করেছেন। তবে জরুরি পরিষেবাগুলো এই লকডাউনের মধ্যেও চলবে। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে রাজ্যবাসীর সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা ও পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানান। তিনি বলেন, মাস্ক না থাকলেও ঘরে তৈরি গামছা ইত্যাদি ব্যবহার করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।এ দিকে, ত্রিপুরার আইন মন্ত্রী রতন লাল নাথ জানান, জুলাই মাসে এভাবে এক দিনের জন্য আরও লকডাউন ঘোষণা করা হবে। গতকাল নতুন করে ৮ জনের দেহে সংক্রমণ পাওয়া যাওয়ায় ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৫। এর মধ্যে ৩০০ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ত্রিপুরায় সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাঁড়িয়েছে ৮০.২৫ শতাংশ।