সর্দি জ্বর নিয়ে মেডিক্যালে যেতেই রিপোর্ট পজিটিভ
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ইনফ্লুয়েঞ্জার মত শারীরিক উপসর্গ নিয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন৷ লালারসের নমুনা পরীক্ষা করে দেখা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত৷ বুধবার আঙ্গারজুরের সুপ্রিয়া পালের এমনটাই ঘটেছিল৷ বৃহস্পতিবার একইভাবে পজিটিভ রিপোর্ট আসে ধলাই বিলপারের সুকুমার সিনহার৷ ৭৩ বছর বয়সী বৃদ্ধকে বুধবার মেডিক্যালে আনা হয়েছিল৷ ইনফ্লুয়েঞ্জার মত সমস্যা বলে সঙ্গে সঙ্গে লালারস সংগ্রহ করা হয়৷ বৃহস্পতিবার রিপোর্ট আসতেই চিন্তায় সবাই৷ কারণ তিনি এর মধ্যে তিনি বাইরে কোথাও যাননি৷ কোনও করোনা রোগীর আশেপাশেও যাননি৷ ৬১ বছর বয়সী আঙ্গারজুরের বৃদ্ধারও কোনও ট্র্যাভেল হিস্ট্রি ছিল না৷বৃহস্পতিবার সকালে দুইজনের পজিটিভ নিশ্চিত হয়৷ সুকুমারবাবু ছাড়া আরেকজন হলেন আতালবস্তির ৩৭ বছর বয়সী স্বপন নমঃশূদ্র৷ তাঁর অবশ্য সংক্রমণ উৎস জানতে পেরেছে প্রশাসন৷ তিনি এক করোনা রোগীর সংস্পর্শে গিয়েছিলেন৷