ইণ্টারমেডিই চূড়ান্ত পরীক্ষায় নবম স্থান দখল করল হাফিজুর রাহমান
রাহাতুল আক্তার বড়ভুইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৫৭ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ইণ্টারমেডিই চূড়ান্ত পরীক্ষায় নবম স্থান দখল করল হাফিজুর রাহমান
এবারের আসাম মাদ্রাসা ইণ্টারমেডিই চূড়ান্ত পরীক্ষায় রাজ্যের মধ্যে হাইলাকান্দি জেলার নাম উজ্বল করল বোয়ালিপার সিনিয়র মাদ্রাসার ছাত্র হাফিজুর রাহমান মজুমদার। ৯ টি বিষয়ে মাদ্রাসা ফাইনাল পরীক্ষায়, বাংলা, ইংলিশ, ফেকা, আরবি প্রথম ও আরবি দ্বিতীয় সহ পাঁচটা লেটার পেয়ে সর্বমোট ৯০০ নম্বরের মধ্যে ৭৬০ নম্বর নিয়ে রাজ্যের মধ্যে নবম স্থান দখল করে উত্তীর্ণ হয়েছে হাফিজুর রাহমান । রাজ্যের মধ্যে নবম স্থানাধীকারি হাফিজুর প্রাপ্ত নম্বরের হার ৮৪.৪৪ শতাংশ। তার এই নজরকাড়া সাফল্যে উৎফুল্লিত পিতা হারুন রসিদ মজুমদার সহ শিক্ষক-গুরুজনরা। তাঁর এই নজরকাড়া সাফল্যের পেঁছনে রয়েছে পিতা-মাতা ও গুরুজনদের অক্লান্ত চেষ্টা, এমনটা অভিমত হাফিজুর রাহমান । মাদ্রাসা ফাইনালের পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান দখল করায় আত্মীয়স্বজন ও এলাকা সহ পরিচিত মহলে খুশির হাওয়া বইছে। কৃতী ছাত্র হাফিজুর রাহমান মজুমদারের বাড়ি হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির কাপনারপার গ্রামের এই ছাত্র রাজ্যের মধ্যে তথা হাইলাকান্দির নাম উজ্বল করায় জেলা জুড়ে খুশির বাতাস বইছে।