রিওয়ার্ডের তরফে অনলাইন পরিষেবার বিকল্প শিক্ষা প্রদান রাজনগরে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২১ পিএম, ২২ জুন ২০২০ সোমবার
মিশন ক্যালকাটা অনলুস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহায়তায় এবং রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে অপর একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রাজনগরের গুড়কাটা, তারাসোল, করঞ্জাবুনি প্রভৃতি আদিবাসী গ্রামের দুস্থ খুদে পড়ুয়াদের শিক্ষাসামগ্রী বিতরণ করা হল। লকডাউন শুরু হওয়ার পর বন্ধ রয়েছে বিভিন্ন সরকারী ও বেসরকারী স্কুলগুলি। খুদে পড়ুয়ারাও বাড়িতে বসে পড়াশোনা করছে। অনলাইন পরিষেবার মাধ্যমে বিভিন্ন জায়গায় পড়াশোনা শুরু হলেও কিন্তু প্রত্যন্ত এইসব গ্রামগুলোতে অনলাইন পরিষেবা পৌঁছায়নি। তাই যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে সেদিকে লক্ষ রেখেই অনলাইন পরিষেবার বিকল্প হিসেবে স্বেচ্ছাসেবী সংস্থা রিওয়ার্ডের পক্ষ থেকে ওইসব খুদে পড়ুয়াদের হাতে এইসকল আঁকার বই, খাতা, রং, পেন্সিল তুলে দেন রিওয়ার্ডের কর্মীরা বলে জানান রিওয়ার্ডের কর্ণধার রাখী ব্যানার্জি। তিনি জানান এই বই খাতাগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাচ্চারা আঁকার সাথে সাথে আনুষঙ্গিক শব্দগুলো শিখতেও পারবে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় দেড় হাজার খুদে পড়ুয়াদের সাথে বীরভূমের রাজনগরের প্রত্যন্ত গ্রাম গুলির শতাধিক খুদে পড়ুয়াদের হাতে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হল।
এসব বই খাতা রং-পেন্সিল পেয়ে স্বাভাবতই খুশি ওইসব খুদেরা। বই খাতাপত্র পেয়ে বাড়ীতে বসে ছবি আঁকতেও দেখা গেল ওইসব খুদে পড়ুয়াদের। রিওয়ার্ডের সুপারভাইজার ইমেল হেমব্রম, শিক্ষক রতন টুডু, শিক্ষক বুধন টুডু, শিক্ষিকা মিরু মারান্ডী রাজনগরের বিভিন্ন আদিবাসী গ্রামে গিয়ে সেখানের দুস্থ আদিবাসী খুদে পড়ুয়াদের হাতে বই খাতা রং পেন্সিল তুলে দেন। এসব পেয়ে খুশি ওইসব খুদে আদিবাসী পড়ুয়াদের অভিভাবকরাও। করোনা আবহে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেকে মুখে মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করে এইসব শিক্ষা সামগ্রী বিতরণের প্রক্রিয়াটি সম্পন্ন করতে দেখা গেল।