গবাদি পশুকে খুন করার অভিযোগে ধৃত ১
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২১ জুন ২০২০ রোববার
গবাদি পশুকে খুন করার অভিযোগে ধৃত ১।
একটি গবাদি পশুকে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা হবিবপুর থানা এলাকায়। এলাকার এক দুষ্কৃতীর নামে অভিযোগ। এর আগেও একটি ছাগল ও একটি গরুকে নৃশংসভাবে খুন করার অভিযোগ রয়েছে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার এই অবলা জীবের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসে মালদা অ্যানিমেল কেয়ার ইউনিট। তাঁরা গ্রামবাসীর সহায়তায় ওই দুষ্কৃতীকে ধরে পুলিশেরে হাতে তুলে দেন। পাশাপাশি এলাকায় এইরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, মানুষকে সচেতনও করেন তাঁরা। ঘটনাটি হবিবপুর থানার লাওয়া গ্রামের। পুলিশ জানিয়েছে, ওই দুষ্কৃতীর নাম রামগিরি চৌধুরি। সংশ্লিষ্ট গ্রামেই বাড়ি তার। বাছুরের মৃত্যু নিয়ে তাকে গ্রামবাসীরা বলতে গিলে তাঁদেরও খুন করার হুমকি দেয় বলে অভিযোগ। জানা গেছে, ওই বাছুরের মালিক আজমা বর্মন। তিনি এদিন অভিযোগ করে বলেন,‘এর আগেও ওই ব্যক্তি আমার একটি গরু ও একটি ছাগলকে নৃশংসভাবে মেরেছে। এবার এই বাছুরটিকে মেরেছে। নিজের সন্তানের মতো করে লালনপালন করা এই বাছুরটি। এই নিয়ে অভিযুক্তকে বলতে গেলে উল্টে বলে হুমকি দেয় আমর দুই ছেলেকেও নাকি খুন করবে। ওর উচিৎ শাস্তি চাই।’