চোরাই কাঠ উদ্ধারে গিয়ে হামলার শিকার বিট অফিসার
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৩২ পিএম, ২১ জুন ২০২০ রোববার
চোরাই কাঠ উদ্ধারে গিয়ে হামলার শিকার বিট অফিসার ও তিন বনকর্মী।
সংবাদদাতা,মালবাজার,১৯জুন। বন থেকে চুরি হচ্ছে বনের গাছ ও কাঠ। সেই কাঠ রক্ষায় বন কর্মীরা তৎপর। মাঝেমধ্যে অভিযান চালিয়ে চোরাই কাঠ উদ্ধার করে। এই রকম ভাবে বৃহস্পতিবার রাতে চোরাই কাঠ উদ্ধারে গিয়ে চোরদের হামলার শিকার হলেন এক বিট অফিসার ও ৩ বনকর্মী। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার মাকড়াপাড়ায়।
বনদপ্তর সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে চালসা রেঞ্জের খড়িয়ারবন্দর বিটের বিট অফিসার মনুয়ার হোসেন গোপন সুত্রে খবর পান যে মাকড়াপাড়া এলাকায় কিছু লোক চোরাই কাঠ পাচার করছে। খবর পেয়ে ৩ বনকর্মীকে সাথে নিয়ে অভিযান চালান। বনকর্মীদের অভিযানে চোরেরা সেগুন কাঠ সমেত একটি ভ্যান ফেলে পালিয়ে যায়। বন কর্মীরা সেই কাঠ ও ভ্যান উদ্ধার করতে গেলে চোরের দল তাদের উপর হামলা চালায়। কিন্তু, বনকর্মীরা পিছু না হটে কাঠ উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনার পর শুক্রবার সকালে বিট অফিসার ও বনকর্মীদের মঙ্গলবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়।
চালসা রেঞ্জের রেঞ্জার পল্লব মুখার্জি জানান, ওদের চিহ্নিত করে ওদের নামে থানায় অভিযোগ করা হবে। এজাতীয় অভিযান চলবে। এনিয়ে নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা বলেন, একাজের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।