- আবার মালবাজার শহরে স্বাস্থ্যকর্মী সংক্রামিত উদ্বেগ শহরে
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১৩ পিএম, ১৪ জুন ২০২০ রোববার
আবার মালবাজার শহরে স্বাস্থ্যকর্মী সংক্রামিত উদ্বেগ শহরে।
সংবাদদাতা, মালবাজার,১৩ জুন। আবারও মাল সুপার স্পেশালিটি হাসপাতালের এক স্বাস্থ্য কর্মীর দেহে মিললো কোরোনা পজিটিভ। এতেই উদ্বেগ ছড়ালো মালবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ডে। খবর আসতেই ওই স্বাস্থ্যকর্মী যে বাড়িতে ভাড়া থাকিতেন সেই বাড়ি স্যানেটাইজড করে সিল করে দেয় পৌরসভা।
এর আগে গত ৬ জুন এই হাস্পাতালের এক নার্সের পজিটিভ ধরা পড়েছিল। যদিও সেই নার্স করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন।
শুক্রবার মাল মহকুমা এলাকায় ২৫ জনের শরীরে নতুন করে পজিটিভ ধরা পড়ে। এরা সবাই পরিযায়ী শ্রমিক। বিভিন্ন কোয়ারান্টাইন সেন্টারে ছিল। কয়েকজন কোয়ারান্টাইন মেয়াদ শেষ করে বাড়ি ফিরে এসেছিল।
স্বাস্থ্যকর্মীর সংক্রামণ ধরা পড়ার খবর প্রকাশ্যে আসতেই শহরে গুঞ্জন ওঠে। শুক্রবার খবর আসতেই শুক্রবার ওই পুরুষ স্বাস্থ্যকর্মীকে কোভিদ হাসপাতালে স্থানান্তর করা হয়।জানাগেছে ওই স্বাস্থ্যকর্মী আদপে বীরভুম জেলার রামপুরহাটের বাসিন্দা। কয়েকদিন আগে বাড়ি থেকে এসে হোম কোয়ারান্টাইনে ছিলেন। তার লালারস পরীক্ষায় পাঠানো হয়। শুক্রবার পজিটিভ আসে। দ্রুত তাকে কোভিদ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার পাসের ঘরে থাকা তিন অন্য স্বাস্থ্যকর্মীকে সরকারি কোয়ারান্টাইনে স্থানান্তর করা হয়। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মাল পৌর প্রশাসক বোর্ডের সদস্য দীপা সরকার জানান, খবর পেতেই পৌরকর্মীরা পুলিশকে সাথে নিয়ে ওই বাড়ি স্যানেটাইজড করে সিল করে দেয়। ওই বাড়িতে থাকা অন্য তিন স্বাস্থ্যকর্মীদের সরকারি কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। ওই বাড়ির মালিক ও তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর নজর রাখছে। ওই বাড়িকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে।
ওপর দিকে ওদলাবাড়ি শহরে এক মহিলার পজিটিভ ধরা পড়ে। ১৯ বছরের ওই মহিলা দিল্লি থেকে ফিরে ১৭ দিন কোয়ারান্টাইন মেয়াদ পার করে বাড়িতে ফিরে এদিক ওদিক ঘোরাঘুরি করেছেন। এদিন কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ২জন পজিটিভ সংক্রামিত ব্যাক্তি এলাকায় ঘোরাফেরা করছিল বলে জানান গ্রাম পঞ্চায়েত সদস্যা বাদসা আহমেদ। এতেই উদ্বেগ বেড়েছ্য।
স্বাস্থ্য দপ্তর অবশ্য জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বাস্থ্যকর্মীরা তৎপরতার সাথে মোকাবিলা করছে।