শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

- চাবাগান থেকে উদ্ধার হলো পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৮ পিএম, ১৪ জুন ২০২০ রোববার

- চাবাগান থেকে উদ্ধার হলো পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। 
সংবাদদাতা,মালবাজার,১৪জুন। বনদপ্তরের পাতা খাঁচায়  আটকা পড়ল একটি পূর্ন পুরুষ চিতাবাঘ।রবিবার সকালে মাল মহকুমার,গুডহোপ চাবাগানের ৩সি নম্বর আবাদি এলাকায় খাঁচায় আটকে পড়া চিতাবাঘটিকে শ্রমিকরা দেখতে পায়। এই চিতাবাঘটি ধরা পড়ার পর বন দপ্তরকে খবর দেয় চাবাগান কর্তৃপক্ষ  ।মাল বন্যপ্রানী বিভাগের রেঞ্জার বিভুতি রঞ্জন দাস,জানান খাঁচায় বন্দী চিতাবাঘটিকে  নিয়ে গরুমারা,জঙলে ছেড়ে,দেওয়া হয়েছে।
চাবাগানের শ্রমিক বিরু উরাও জানান ,ইদানীংএই এলাকায় বিশেষ করে চা,বাগান এলাকায় চিতাবাঘের উপদ্রব বেড়ে গিয়েছে।অনেক সময় চাশ্রমিকরা বাগানে কাজে যেতে ভয় পাচ্ছেন।কয়েক দিন আগে কাজ করার সময় এক শ্রমিক চিতার আক্রমনে জখম হয়েছিল।  চা,বাগানে কাজে,, যাওয়ার,,আগে পটকা,ফাটিয়ে কাজে যেতে হচ্ছে।গত ২১ শে মে এই বাগানের পাশে, বেতগুড়ি চাবাগানে চাপাতা,তোলার সময় এক মহিলা,চিতা,বাঘের আক্রমনে আহত হয়েছিলেন। আজ চাবাগানের মঙ্গল লাইন শ্রমিক বস্তির কাছে আবাদি এলাকায় চিতাবাঘটি ধরা পড়ে। এই এলাকায় আরও চিতাবাঘ আছে বলে আমাদের মনে হয়।