শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

- মাল এলাকায় একাধিক জায়গায় দিবালোকে হাতির পাল দেখতে ভীড়

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৬ পিএম, ১৪ জুন ২০২০ রোববার

মাল এলাকায় একাধিক জায়গায় দিবালোকে হাতির পাল দেখতে ভীড়। 
সংবাদদাতা,মালবাজার,১৪জুন। সকাল থেকে মাল মহকুমার দুই জায়গায় দাঁড়িয়ে রয়েছে দুটি হাতির দল।সেই দেখতে মানুষের ভীড়।    ..
সকাল সকাল মালবাজার মহকুমার দুই জায়গায়  হাতির দল দাড়িয়ে থাকতে দেখা যায় ।  একটি দল রয়েছে মালবাজার মহকুমার লিস রিভার চাবাগানের গুলাটি মালা ডিভিশন ছয় নাম্বার সেকসন এলাকায় এবং অন্য দলটি দারিয়ে রয়েছে মালবাজার কলেজ সংলগ্ন মেটেলি ব্লকের  বাটাইগোলচাবাগান  এলাকায়। খবর পাওয়া মাত্র দুটি জায়গায় আসে মালবাজার বন দপ্তরের কর্মিরা। জানা গেছে এক একটি  দলে সাবক সহ ১৮-২০ টি হাতি রয়েছে। 
বন দপ্তর সুত্রে জানা গেছে, যে হাতির দল টি মালবাজার কলেজ এলাকায় রয়েছে সেই দল টি খরিয়া বন্দরের জংগল থেকে এসেছে আর লিস রিভার চাবাগানে যে দলটি আছে সেটি তারঘেরা জঙ্গল থেকে এসেছে। মাল বন্যপ্রান শাখার রেঞ্জার বিভুতি ভুষন দাস জানান, দিনের আলো দেখা গেলে হাতির দল মুভমেন্ট করেনা। আমরা নজর রাখছি। বিকাল হতেই আবার বনে ফেরত পাঠানো হবে।                  
বন দপ্তর সুত্রে আরও  জানা গেছে রাত হলেই হাতির দল বিভিন্ন জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে বের হয়।  সম্ভবত এই দুটি দলও খাবারের সন্ধানে বেরিয়েছিল কিন্তু জঙ্গলে ফেরার আগেই সুর্যের আলো ফুটে যাওয়া আর জঙ্গলে ফিরতে পারে নি। তাই দুই জায়গায় হাতির দলটি দারিয়ে পরেছে। বন কর্মিরা দুটি জায়গায় রয়েছে। যাতে কোন মানুষ হাতির দল টিকে বিরক্ত না করে। বন দপ্তরের পক্ষ থেকে দুটি দল কেই জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।