শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাতের অন্ধকারে র‍্যাশানের চাল পাচারের অভিযোগ

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০০ পিএম, ১৪ জুন ২০২০ রোববার

- রাতের অন্ধকারে র‍্যাশানের চাল পাচারের অভিযোগ ক্রান্তি এলাকায়। 
সংবাদদাতা, মালবাজার, ১৩ জুন।প্রবল বৃষ্টির মধ্যে রাতের অন্ধকারে রেশন দোকানের চাল পাচারের অভিযোগ উঠল মাল ব্লকের ক্রান্তির এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং তার তৃনমূল নেতা ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ক্রান্তির সাত হাত কালিবাড়ির কাছে। স্থানীয় বিজেপি নেতা কমলেন্দু দেবশর্মা বলেন, এদিন প্রবল বৃষ্টি চলাকালীন প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানবেন্দ্র বিশ্বাস এবং তার ভাই অনিমেষ বিশ্বাস অবৈধভাবে রেশনের চাল পাচারের উদ্দেশ্যে একটি গাড়িতে তুলছিল। সেইসময় বিষয়টি গ্রামবাসীদের নজরে পড়লে তারা হাতেনাতে ধরে ফেলে। সেইসময় গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেলেও বেশ কিছু চাল রাস্তায় পড়ে যায়।বাসিন্দাদের অভিযোগ, প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্ত্রী অঞ্জনা বিশ্বাস যোগেশচন্দ্র চাবাগানে যে রেশন দোকান চালান, সেখান থেকেই চালের বস্তাগুলো পাচার করা হচ্ছিল। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ক্রান্তি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
 যদিও  অনিমেষ বিশ্বাস জানান,    অভিযোগ একেবারে ভিত্তিহীন। আমাদের গুদামঘরে র‍্যাশানের চালের পাশাপাশি অন্য এক ব্যাক্তির চাল রাখা ছিল। সেই ব্যাক্তি নিতে গেলে কিছু লোক এসে ঝামেলা করে।গাড়ির চালক ভয়ে পালিয়ে যায়।    যেকোনো সংস্থা তদন্ত করলে সত্যতা প্রকাশ পাবে। এসব বিজেপির চক্রান্ত।              
ক্রান্তি ফাঁড়ির ওসি দীলিপ সরকার জানান, সব ঘটনা খাদ্য দপ্তরকে জানানো হয়েছে। এছাড়াও ঘটনার তদন্ত শুরু হয়েছে।            
Show quoted text