বোলপুরে অসহায় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো রিওয়ার্ড
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার
বীরভুমের বোলপুর-শান্তিনিকেতনের মোলডাঙ্গা গ্রামে অসহায় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো 'রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বোলপুর-শান্তিনিকেতনের মোলডাঙ্গা গ্রামে দিন কয়েক আগে চেন্নাই থেকে ফিরে আসে ২৫জন পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশ কিছু মহিলা ও শিশু ছিল। গ্রামে ফিরে আসার পর শিশু ও মহিলাসহ ওই ২৫ জন পরিযায়ী শ্রমিককে গ্রামের একটি ক্লাবে ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়। সেখানেই তাদের কোয়ারান্টাইন এর ব্যবস্থা করা হয়। 'রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে ওইসব পরিযায়ী শ্রমিকদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। বোলপুরে দায়িত্বে থাকা 'রিওয়ার্ডের কর্মী বংশীধর মেটে জানান স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে ওইসব পরিযায়ী শ্রমিকদের জলের ব্যবস্থা করা হয় এবং রিওয়ার্ডের তরফে তাদের রান্নাকরা খাওয়া-দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়। এমনকি যে সমস্ত ছোট ছোট বাচ্চারা এসেছিল সেসব ছোট ছোট বাচ্চাদেরও খাবারের ব্যবস্থা করা হয় রিওয়ার্ডের তরফ থেকে। সাথে প্রত্যেকটি পরিযায়ী শ্রমিককে মাস্ক ও সাবান বিতরণ করা হয় এই স্বেচ্ছাসেবী সংস্থাটির পক্ষ থেকে। 'রিওয়ার্ডে'র কর্ণধার রাখী ব্যানার্জি জানান বোলপুর- শান্তিনিকেতনের মোলডাঙ্গায় চেন্নাই থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের লালা রসের নমুনার রিপোর্ট আসা পর্যন্ত খাওয়া-দাওয়ার সমস্ত দায়িত্বভার রিওয়ার্ডের পক্ষ থেকে নেওয়া হয় এবং সেই মোতাবেক ওইসব পরিযায়ী শ্রমিকদের রান্নাকরা খাবার সরবরাহ করা হয়। গত তিনদিন আগে এইসব পরিযায়ী শ্রমিকদের নেগেটিভ রিপোর্ট আসে এবং তারা প্রত্যেকে খুশি হয়ে নিজ নিজ বাড়ি ফিরে যায়। মোলডাঙ্গা গ্রামের ওইসব পরিযায়ী শ্রমিকরা তাদের পাশে দাঁড়ানোর জন্য রিওয়ার্ডকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয়রাও রিওয়ার্ডের এই মহানুভবতার জন্য সাধুবাদ জানান।