শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিরল প্রজাতির শকুনকে সুস্থ করে আকাশে ছেড়ে দিল বন ও স্বেচ্ছাসেবী

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ৩১ মে ২০২০ রোববার

 বিরল প্রজাতির শকুনকে সুস্থ করে আকাশে ছেড়ে দিল বন ও স্বেচ্ছাসেবী কর্মীরা। 
সংবাদদাতা,মালবাজার,৩১মে।বিরল প্রজাতির এক হিমালয়ান গ্রিফন শকুনকে সুস্থ করে আকাশে ছেড়ে দিল বনকর্মী ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা।শনিবার বিকেলে ঘটনাটি ঘটে মালবাজার সংলগ্ন মেটেলি ব্লকের   বাটাইগোল চাবাগান এলাকায়। 
স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী ও বনকর্মীরা জানায়, শনিবার বিকালে এক হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন অসুস্থ অবস্থায় এক বাড়ির চালে এসে বসে। সেটি উড়তে পারছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাল বন্যপ্রান শাখার কর্মীরা শকুনটিকে ধরতে চেষ্টা করে। কিন্তু, সেটিকে  আয়ত্বে পারেনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান মাল মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশনের সম্পাদক স্বরুপ মিত্র ও সংস্থার কর্মীরা। তারা থালায় জল রেখে পর্যবেক্ষণ করে। খানিক পরে জল খেতে শকুনটি নিচে নামে জল খেতে। সেসময় শকুনটিকে জল সিঞ্চন করে সুস্থ করে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। খানিকপরে সুস্থ হয়ে আস্তে আস্তে আকাশে উড়ে যায়। স্বরূপ মিত্র জানান, এটা বিরল প্রজাতির এবং রেড ওয়ান তালিকা ভুক্ত। দীর্ঘদিন বাদে এই এলাকায় দেখা যাচ্ছে। এক সময় এরা বিপন্ন অবস্থায় ছিল। এখন সংখ্যা বেড়েছে।