সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পৌরসভার সাহায্যে দুই যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হলো। 

সংবাদদাতা,মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৮ এএম, ২৯ মে ২০২০ শুক্রবার

 ও বাইক এক্সিডেন্ট করে হাত ওপা ভেঙে বাড়িতেই পড়েছিল মালবাজার শহরের ৭নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির দুই যুবক। ক্রমাগত অকর্মন্য হয়ে পড়ছিল।বৃহস্পতিবার মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহার সাহায্যে তাদের উন্নত চিকিৎসার জন্য পাটনায় অস্থি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হলো। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক কৌশিক ঘোষ জানান, গত ১০ মে মাল পার্কের কাছে জাতীয় সরকে এক স্কুটি দুর্ঘটনায় একই পরিবারের রাজু বাসফোর ও দীপক বাসফোর নামের দুই সহ দুটি শিশু মারাত্মক ভাবে জখম হয়। প্রাথমিক ভাবে শিলিগুড়ির এক নার্সিহোমে রেখে চিকিৎসা করার পর শিশু দুটি সুস্থ হলেও দুই যুবককে বাইরে নিয়ে যেতে ডাক্তাররা পরামর্শ দেয়। একজন পা অন্যজন কোমোর ভাঙা অবস্থায় বাড়ি ফিরে আসে। নার্সিহোমের খরচ প্রায় দুই লক্ষ টাকা পৌরসভা বহন করে। দুস্থ এই পরিবারের পক্ষে দুই যুবকের চিকিৎসা করার সামর্থ ছিলনা। বাড়িতে পড়ে অকর্মন্য হয়ে পড়ছিল। ওরা পৌরসভায় আবেদন করলে আজ ওদের পাটনায় পাঠানোর ব্যবস্থা করে। 
জখম যুবকের মা লক্ষীদেবী বাসফোর জানান, ছেলে ও জামাই চিকিৎসার অভাবে বাড়িতে পড়েছিল। চেয়ারম্যানকে বলার পর আজ নগদ ১ লক্ষ টাকা ও এম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। আজই আমরা পাটনা রওনা দিচ্ছি। 
পৌরসভার প্রশাসক তথা চেয়ারম্যান স্বপন সাহা জানান, দুই যুবক একদম দুস্থ পরিবারের।জখম অবস্থায় বাড়িতে পড়ে শেষ হয়ে যেতে বসেছিল। চিকিৎসার সামর্থ ছিলনা। আজ নগদ ১ লক্ষ টাকা ও এম্বুলেন্স দিয়ে পৌরসভার পক্ষ থেকে সাহায্য করা হয়। প্রয়োজন হলে আরও সাহায্য করা হবে। প্রার্থনা করি ওরা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।