রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

শ্রমিক পারিশ্রমিক চাইতে গেলে মারধরের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

হক জাফর ইমাম মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪২ এএম, ২৯ মে ২০২০ শুক্রবার | আপডেট: ০৭:৪২ এএম, ২৯ মে ২০২০ শুক্রবার

শ্রমিক পারিশ্রমিক চাইতে গেলে মারধরের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা নাগাদ মালদা জেলার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের খিদিরপুর এলাকার। বুধবার খিদিরপুর এলাকায় বোল্ডারের কাজ হচ্ছিল বলে জানায় শ্রমিকরা সেই সময় ঠিকাদারের কাছে ন্যায্যমূল্য পাওনা চাইতে গেলে তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ।এমনকি ন্যায্য মূল্য পারিশ্রমিক না পাওয়াতে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। ঘটনার পর শ্রমিকরা মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার ভালুকা ফাঁড়িতে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।