সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অভিনব অনলাইন শ্রদ্ধার্ঘ্য নিবেদনে মুক্তপবন পত্রিকা ও খোঁজ পরিবার

বেদশ্রুতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৯ পিএম, ২৭ মে ২০২০ বুধবার

মুক্ত পবন পত্রিকার উদ্যোগে অনলাইনে নজরুল জন্ম জয়ন্তী পালন করা হলো অনবদ্য এবং অভিনব পন্থায়। উত্তরের বিশিষ্ট সব শিল্পীদের নিয়ে হলদিবাড়ির মুক্তপবন পত্রিকার এই উদ্যোগে সর্বস্তর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে, অনলাইনে এভাবে সাংস্কৃতিক পন্থায় কবিস্মরণ ইদানিং প্রচলিত হলেও মুক্তপবন পত্রিকার অভিনবত্ব লক্ষ্য করা গেছে তাদের বিষয় নির্বাচনে এবং ভিডিও ক্লিপিংস পরিচালনায়। মুক্তপবন পত্রিকার তরফে বিশিষ্ট কবি, সম্পাদক সংস্কৃতিমনস্ক এরশাদ হোসেন জানান- নতুন প্রতিভার উন্মোচনের এক নবদিগন্ত প্রদর্শক প্ল্যাটফর্ম মুক্তপবন বরাবরই হয়ে এসেছে, এবং তার সাহায্যে বেশ কিছু বছর ধরে ই কবি সাহিত্যিক দের জন্মজয়ন্তী, ভাষাদিবস, শহীদ দিবস পালন করা হচ্ছে, এর মূল উদ্দেশ্য সমাজের সকল স্তরের মানুষ এবং আধুনিক প্রজন্মের কাছে দিনটির গুরুত্ব উপস্থাপন করা, অনলাইনে করা হচ্ছে যাতে হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ই তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে যেতে পারে এবং সকলে আরো বেশি করে সাহিত্য সংস্কৃতি মনস্ক হতে পারেন। এরশাদ হোসেন এবং মুক্ত পবনকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল বিশিষ্ট জন।