রিওয়ার্ডের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার
"রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বীরভূমের রাজনগরে পরিযায়ী শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। রাজনগরের ডাকবাংলোয় রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রশাসনের তরফ থেকে "রিলিফ সেন্টার" করা হয়েছে। জেলা এবং রাজ্যের বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের এখানে রাখা হচ্ছে। এইসব পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য হাত বাড়ালো "রিওয়ার্ড" নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এই রিলিফ সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের হাতে "ফুড বাস্কেট" অর্থাৎ একটি বাক্সতে বিভিন্ন খাদ্য সামগ্রী ভরে তা তুলে দিলেন রিওয়ার্ডের সভাপতি রাজু রায় ও রিওয়ার্ডের সদস্য ইমেল হেমরম ও শম্ভু পণ্ডিত। 'রিওয়ার্ড' এর কর্ণধার তথা ডাইরেক্টর রাখী ব্যানার্জি জানান 'রিওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন 'সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছে। তারই অঙ্গ হিসেবে রাজনগরে পরিযায়ী শ্রমিকদের এই খাদ্যসামগ্রী বিতরণ করা হল।