সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমে ফুটবলারদের দুর্দিনে সাহায্যের হাত বাড়ালো ফুটবলাররাই

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৩ মে ২০২০ শনিবার

 

   বীরভূমে ফুটবলারদের দুর্দিনে দাঁড়াল ফুটবলাররাই। জেলার আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া বেশকিছু কৃতিমান ফুটবলারদের অর্থ সাহায্যের জন্য এগিয়ে এলেন জেলার কিছু সহৃদয় ফুটবলার। "হ্যাপি ইলেভেন ফুটবল টিম" বীরভূমেএ একটি খ্যাতনামা ফুটবল টিম। এই ফুটবল টিমটি শুধু প্রতিভাবান ফুটবলারদের মাঠে নামিয়ে একটার পর একটা জয় এনে দিয়ে এলাকা তথা জেলার  মুখ উজ্জ্বল করেছে তাই নয় বিভিন্ন সময়ে এই ফুটবল টিমটি সমাজের নানান কাজে হাত বাড়িয়েছে। দুঃসময়ে ফুটবলার ছাড়াও সমাজের বহু দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে জেলার এই স্বনামধন্য ফুটবল টিমটির খ্যাতিমান খেলোয়াড়রা। বিভিন্ন সময় তারা সমাজসেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। এই হ্যাপি ইলেভেন টিমের বেশ কিছু স্বনামধন্য ফুটবলার যেমন চন্দন ব্যানার্জি, কাজী ফিরোজ , সমর চ্যাটার্জী, তারাশঙ্কর চ্যাটার্জী এবং ভবানীপ্রসাদ এর মত জেলার নামকরা ফুটবলার সহ অন্যান্য বেশ কয়েকজন ফুটবলার এই লকডাউন চলার সময় অসহায় হয়ে পড়া জেলার কিছু কৃতি ফুটবলারদের সাহায্যের জন্য এগিয়ে এলেন। এসব ফুটবলারদের অর্থদানে জেলার বেশকিছু ফুটবলারকে অর্থ সাহায্য করা হল। বীরভূমের সীমান্তবর্তী অঞ্চল রাজনগরের আড়ালি গ্রামে এলাকার খ্যাতনামা ফুটবলার কাজী ফিরোজের বাসভবনের সামনে এইসব আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ফুটবলারদের কিছু অর্থ সাহায্য করা হল।  বীরভূমের ফুটবলের পঞ্চপাণ্ডব  কাজী ফিরোজ সহ তাঁর আরো চার ভাই কাজী নাজিম, কাজী রাজা, কাজী ময়না ও কাজী দোয়েল উপস্থিত ছিলেন ।  তাঁরা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ওইসব ফুটবলারদের হাতে নগদ কিছু অর্থ তুলে দেন। হ্যাপি ইলেভেন টীমের ওইসব সহৃদয় ফুটবলার ও অন্যান্যদের কাছ অর্থ সংগ্রহ থেকে শুরু করে অসহায় ফুটবলারদের হাতে সেই অর্থ তুলে দেওয়ার ক্ষেত্রে বিশিষ্ট ফুটবলার কাজি দোয়েলকে অগ্রণী ভুমিকা নিতে দেখা যায়।  ফুটবলার কাজী ফিরোজের পুত্র কাজী জুনেদকেও এদিন বিশেষ ভুমিকায় দেখা যায়।