শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি ওয়াশাবাড়িতে

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৪৩ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

- হাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি ওয়াশাবাড়িতে। 
সংবাদদাতা,মালবাজার,২০মে।বুনো হাতির তান্ডবে আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হলো মাল ব্লকের ওয়াশাবাড়ি চাবাগানে। স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে এক জঙলী হাতির তান্ডবে,বরবাদ হয়ে গেল বাদুলি মায়া,রাই ও তিলক বাহাদুর রাইএর জীবিকার লড়াই।মঙলবার, রাত দুইটার সময় একটি জঙলী হাতি মংপং বনাঞ্চল থেকে ঢোকে মাল মহকুমার ওয়াশাবাড়ীবচা বাগানের রোড লাইন শ্রমিক বস্তিতে  । সেখানে রীতিমত তান্ডব চালিয়ে বিনষ্ট করে সারা বছরের রোজগারের ফসল।বিনষ্ট করে দেয় তছঞ্চহ করে ৪হাজার ভূট্টাগাছ, সুপারি  গাছ,সবজি ও হলুদের গাছ।ঘরে তোলার মত কোন ফসল রাখেনি জমিতে।বিধবা বাদুলি মায়া রাই(৫৫) বলেন দশমাস আগে স্বামী মারা গেছে।নাবালক দুই ছেলেকে নিয়ে থাকি।এই ফসলের আয়ে সংসার চলে।সব বরবাদ হয়ে গেল।এখন কি খাব, কি করে সংসার চালাব।সেই চিন্তায় মরে যাচ্ছি। অন্য তিলক রাই এর ও একই অবস্থা।এমনিতে লক ডাউন।কোন কাজ নাই বাইরে।কি করে চলবে সংসার?।তিলক বাহাদুর রাই বলেন এখানকার বেশীর ভাগ লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।হাতি যদি এইভাবে ফসল নষ্ট করে তো মানুষের বাঁচাই দায় হবে। তারা,বলেন যদি প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্য করে তা হলে কোনমতে বেঁচে থাকা যায়।
বনবিভাগ সুত্রে জানাগেছে, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে নিয়ম অনুযায়ী ক্ষতিপুরন পাবে।