কেন্দ্রীয় সরকার এক বোগাস প্যাকেজ ঘোষণা করেছে কোনা আশা নেই
সংবাদদাতা মালবাজার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১৪ পিএম, ১৮ মে ২০২০ সোমবার
- কেন্দ্রীয় সরকার এক বোগাস প্যাকেজ ঘোষণা করেছে কোনা আশা নেই। গৌতম।
সংবাদদাতা,মালবাজার,১৮মে।করোনাভাইরাস আতংকে বর্তমানে গোটা দেশ জুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এক প্যাকেজ ঘোষণা করেছে যা বাস্তবে অন্তসার শুন্য এক কথা বোগাস। টিভি সিরিয়ালের মতো এই প্যাকেজে পর্যটন শিল্পকে এড়িয়ে যাওয়া হয়েছে। চা শিল্প নিয়েও সেরকম কিছু নেই। আমরা এই কেন্দ্রীয় সরকারের কাছে কিছু আশা করিনা।কেন্দ্রীয় সরকার শুধু
ভাষন দিয়ে চলছে। আমাদের কোন আশা নেই। আমাদের রাজ্যের কথা ভাবতে হবে। রাজ্যের বকেয়া প্রাপ্য ৫৩ হাজার কোটি টাকা দিচ্ছে না। বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের নেতৃত্বে পরিকল্পনা নেওয়া হয়েছে।সোমবার মাল ব্লকের গজালডোবায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক ঘোষিত প্যাকেজকে কটাক্ষ করে এই মন্তব্য করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
সোমবার দুফুরে গজালডোবার হাওয়া মহলে পর্যটন ও অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যটন হাবের কাজের পর্যালোচনা করেন। কাজের আনুপূর্বিক খতিয়ে দেখেন। পরে তিনি বলেন, এই প্রকল্প সম্পুর্ন ইকোফ্রেন্ডলি। দেশের অন্যতম বৃহৎ পর্যটন হাব হিসাবে আত্ম প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যবিধি ও সামাজিক সুরক্ষা মেনে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা সেই মতো শুরুকরেছি। ইতিমধ্যে ৫৭ একর জমিতে পাখি বিতান করার কাজ শুরু হয়েছে। একটা অর্কিড বাগান তৈরির কাজ চলছে। এখানে এলিফ্যান্ট রাইডিংয়ের জন্য ৪টি হাতি থাকবে। এই হাতিদের খাওয়ার জন্য ১৮ একর জমি বনদপ্তরকে দেওয়া হয়েছে। সেখানে বনদপ্তর ঘাস চাষ করবে। সেই ঘাস হাতির খাওয়া হিসাবে ব্যবহার হবে। এখানে একটা পিকনিক স্পট তৈরি হবে।সেখানে রান্না করা যাবেনা। কোন প্রকার প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করতে দেওয়া যাবে না। এখানে আরও ৫টি কটেজ তৈরিতে হাত দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এই প্রকল্পে প্রচুর কর্ম সংস্থান হবে। মানুষ কাজ পাবে অথচ কেন্দ্রীয় সরকার এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে ওভারলেপিং করে গেছে। এই কেন্দ্রীয় সরকারের কাছে প্রত্যাশা নেই। আমাদের রাজ্যের উন্নয়ন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করতে হবে।