শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণ

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

 

শিক্ষার্থীদের হাতে উপাচার্য (ভিসি) লাঞ্ছিতের ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

সোমবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার এ বন্ধের ঘোষণা দেয়া হয়। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি লাঞ্ছিতের অভিযোগে ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে।

এছাড়া বৈঠকে মঙ্গলবার বেলা ১১টার মধ্যে দুটি আবাসিক হলের সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী।

তবে আগামী ১৬ নভেম্বরের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে এবং অফিস খোলা থাকবে বলেও তিনি জানান।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয় দফা বাস্তবায়নের দাবি করে আসছেন। কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাসও দিয়েছে।অথচ ৩/৪ মাস অতিবাহিত হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।এর আগেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন করেছেন।প্রতিবার আশ্বাস দিয়ে আন্দোলন থামিয়ে দেয়া হয়েছে কিন্তু  দাবি বাস্তবায়িত করা হয়নি বলে শিক্ষার্থীদের অভিযোগ।

শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো:২০১৫-১৬ শিক্ষাবর্ষসহ পরবর্তী ব্যাচসমূহকে অর্ডিন্যান্সের আওতাভুক্ত করা,হলের ডাইনিংয়ের খাবার উন্নয়নের জন্য ভর্তূকি প্রদান,ক্লাস রুম ও চেয়ার সংকট দূর করা,পরিবহন সংকট নিরসন করা,ক্যাম্পাসে ওয়াইফাইয়ের ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন করা।

এসব দাবিতে সোমবার সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করে রাখেন।পরে ভিসি প্রশাসনিক ভবন থেকে বের হয়ে তার বাস ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া এবং লাঞ্ছিত করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক জানান,শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি প্রশাসন আমাদের অবহিত করলে সেখানে এসআই মনিরের নেতৃত্বে একটি দল পাঠানো হয়।পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাইসে/বিএস/সাইসে