স্বর্গীয় পিতার উদ্দেশ্যে ত্রাণ বিতরণ বীরভূমের খয়রশোল এলাকায়
শেখ রিয়াজ উদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৩৮ এএম, ১২ মে ২০২০ মঙ্গলবার
স্বর্গীয় পিতার উদ্দেশ্যে ত্রাণ বিতরণ বীরভূমের খয়রশোল এলাকায়
সেখ রিয়াজ উদ্দিন বীরভূম: দারিদ্রতার যন্ত্রণায় জীবন উপভোগ করে আসা বর্তমানে গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত লখীন্দর দাস, কার্তিক দাস ও খোকন দাস তিন ভাইয়ের মিলিত প্রয়াসে তাদের পিতা স্বর্গীয় দুলাল চন্দ্র দাসের স্মৃতির উদ্দেশ্যে এলাকার শতাধিক অসহায় দুঃস্থ ব্যাক্তিদের হাতে ত্রাণ বিতরণ করা হয় আজ বীরভূম জেলার লোকপুর থানার সগড়ভাঙ্গা গ্রামে। স্বর্গীয় স্বামীর প্রতিকৃতি সামনে রেখে রামী দাস তার তিন পুত্রকে নিয়ে নিজে লকডাউনের প্রাক্কালে অভাবগ্রস্ত তথা অসহায় ব্যাক্তিদের হাতে চাল,ডাল, সাবান ও নগদ অর্থ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। ব্যাথার ব্যাথী সমব্যাথী সেদিনের সেই পোড় খাওয়া দিনের জ্বালা এখনো মুছে ফেলতে পারা যায় না, তাই সেই শিক্ষা থেকে আজ অভাবের জ্বালাটা অনুভব করে একদা আমার মতো অভাবী মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয় বলে ঘোমটা টেনে লাজুক রামী দাসের বক্তব্যে ফুটে ওঠে। গ্রামের উদ্যোগী মা ও ছেলেদের এমন মহতি কাজে উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক সমীরণ চন্দ্র ধারক, শিক্ষক আশিষ হাজারি, সমাজসেবী তাপস ধাউড়ী প্রমুখ ব্যক্তিগন। উদ্যোক্তা লখীন্দর দাস এক সাক্ষাৎকারে আজকের প্রাসঙ্গিকতা বিষয়ে ত্রাণের কথা শোনান। অপরদিকে শিক্ষক সমীরণ চন্দ্র ধারক ও এক সাক্ষাৎকারে জানান বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তথা অন্যান্য ব্যাক্তিদের ও এগিয়ে আসার আহ্বান জানান।দিন আনা দিন খাওয়া ব্যক্তিরা ত্রাণ পেয়ে দুহাত ভরে সকলে আর্শীবাদ দেন উদ্যোক্তাদের।