রাজনগর থানার পুলিশের মানবিক মুখ
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৯ পিএম, ৬ মে ২০২০ বুধবার
রাজনগরে গভীররাতে এক যুবকের হাতে তার প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দিলো রাজনগর থানার পুলিশ। রাজনগর থানার অন্তর্গত বড়বাজারের বাসিন্দা শুভজিৎ সিংহ প্রয়োজনীয় ওষুধ তার এলাকায় পাচ্ছিলেন না। লকডাউন চলার ফলে বাইরে কোথা থেকে ঔষুধ আনারও সুযোগ ছিলনা। তাই বাধ্য হয়ে রাত্রেবেলাতেই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন শুভজিৎ।
সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যায় রাজনগর থানায়। রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি পুলিশ বন্ধু কর্মীদের শুভজিৎ এর সাথে যোগাযোগ করতে বলেন এবং এরপর শুভজিৎ এর প্রেসক্রিপশন নিয়ে রাত্রিবেলায় সোজা আসানসোল পৌঁছে যায় রাজনগর থানার পুলিশ। সেখান থেকে ওষুধ এনে রাত্রেই শুভদীপের বাড়ি পৌছে তার হাতে ওষুধ তুলে দেয়। শুভজিৎ জানিয়েছে রাত্রে বেলায় ফোন করা মাত্রই শত কিলোমিটার দূর আসানসোল থেকে রাজনগর থানার পুলিশ যেভাবে তার অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ এনে দিয়েছে, এজন্য জেলা পুলিশ ও রাজনগর থানার ওসিকে ধন্যবাদ জানিয়েছে সে। রাজনগর পুলিশের ফের মানবিক মুখ দেখতে পেয়ে ওসি সঞ্চয়ন ব্যানার্জ্জীকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসীরা।